Read In
Whatsapp

চলতি সপ্তাহের শেষেই বাজারে আসছে 5টি নতুন চারচাকা এবং দুই চাকা, আপনার পছন্দের কোনটি?

G

Advertisements

শীঘ্রই বাজারে নয়া মডেলের গাড়ি নিয়ে আসছে KIA, বাজার কাঁপাতে তৈরি Yamaha, Simple Energy সহ Gogoro এর মতো টু হুইলার কোম্পানিও। আসন্ন সময়ে সেরা কোন যানবাহন আসছে তাই নিয়ে আজকে আমাদের বিস্তারিত প্রতিবেদন।

1) Gogoro CrossOverচলতি সপ্তাহের শেষেই বাজারে আসছে 5টি নতুন চারচাকা এবং দুই চাকা, আপনার পছন্দের কোনটি? 
তাইওয়ান-ভিত্তিক ব্র্যান্ডটি ভারতের বাজারে একটি ক্রসওভার অ্যাডভেঞ্চার ইলেকট্রিক স্কুটার নিয়ে আসতে চলেছে। আগামীকালই এটি লঞ্চ হবে বাজারে। সেখানে শক্তি যোগাচ্ছে 7.5kW বৈদ্যুতিক মোটর। আর গাড়িতে থাকছে দুটি ইন্টারচেঞ্জেবল ব্যাটারি প্যাক। 2023 সালের শেষের দিকে বিশ্বব্যাপী উন্মোচন করা হয়েছে এই নতুন ইলেকট্রিক স্কুটারটি। গোগোরো ক্রসওভারের রেঞ্জ থাকছে 100 কিলোমিটারের মধ্যেই।

Advertisements

2. 2024 Kia Sonet Facelift চলতি সপ্তাহের শেষেই বাজারে আসছে 5টি নতুন চারচাকা এবং দুই চাকা, আপনার পছন্দের কোনটি?
2024 সালের শুরুর দিকে একগুচ্ছ সংশোধনের পর লঞ্চ হবে নতুন Kia Sonet ফেসলিফ্ট। গাড়ির অন্দরসজ্জায় যেমন পরিবর্তন আসবে তেমনই বদলাবে বাইরের ডিজাইনও। ইঞ্জিনে অবশ্য সেরকম কিছু পরিবর্তন দেখা যাবেনা। নতুন ভার্সনে যুক্ত হচ্ছে LED DRL, ফগ ল্যাম্প। আগের মতই 1.2L, 1.5L ইঞ্জিনের সাথে লঞ্চ হচ্ছে Sonet। নতুন ভার্সনে 360° ক্যামেরা এবং পার্কিং সেন্সর সহ উন্নত মাধ্যমের ADAS ফিচারস থাকছে Sonet Facelift এ।

3. Simple Dot One চলতি সপ্তাহের শেষেই বাজারে আসছে 5টি নতুন চারচাকা এবং দুই চাকা, আপনার পছন্দের কোনটি?
বেঙ্গালুরু স্থিত স্টার্টআপ Simple Energy এর লেটেস্ট প্রোডাক্ট Simple Dot One। আগামী 15 ডিসেম্বর স্কুটারটি লঞ্চ করবে কোম্পানি। সেখানে 151 কিমি মাইলেজ থাকতে চলেছে আর সাথে বড় মাপের 3.7 kWh ব্যাটারি প্যাক থাকছে। বড়সড় আকারের বেশ পেশিবহুল ডিজাইন হতে চলেছে স্কুটারটির। Simple এর নতুন ইলেকট্রিক স্কুটারের দাম থাকবে 1 লক্ষ টাকার মধ্যেই।

4.Yamaha R3 এবং MT-03 চলতি সপ্তাহের শেষেই বাজারে আসছে 5টি নতুন চারচাকা এবং দুই চাকা, আপনার পছন্দের কোনটি?
বহু অপেক্ষার পর বাজারে দেখা যাবে Yamaha এর সই সুপারস্টার R3 এবং MT-03। দুই বাইকে একই 321 সিসির প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিন থাকবে। আর এই ইঞ্জিন যুক্ত থাকবে 6 গতির ম্যানুয়াল গিয়ারবক্সের সাথে। 14 লিটার ফুয়েল ক্যাপাসিটির সাথে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS)। 3.80 লাখ থেকে 4 লাখ টাকার এক্স-শোরুম দামে বাইক দুটি বাজারে লঞ্চ হচ্ছে।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.