TRENDS
Advertisement

Royal Enfield নিয়ে এল দারুণ স্কিম, এবার অনেক কম দামে পাবেন নতুন বাইক

সদ্যই Royal Enfield নিজেদের নতুন প্রোগ্রাম শুরু করেছে। Re-own নামে একটি নতুন প্রোগ্রাম চালু করেছে। এখানে পুরানো বাইক কেনা বেচা শুরু করেছে কোম্পানি। যারা Royal Enfield এর পুরাতন বাইক কিনতে…

Published By: Ritwik | Published On:

সদ্যই Royal Enfield নিজেদের নতুন প্রোগ্রাম শুরু করেছে। Re-own নামে একটি নতুন প্রোগ্রাম চালু করেছে। এখানে পুরানো বাইক কেনা বেচা শুরু করেছে কোম্পানি। যারা Royal Enfield এর পুরাতন বাইক কিনতে চান তাদের নিজেদের দিকে নিয়ে আসতে এই প্রোগ্রাম শুরু হয়েছে।Royal Enfield নিয়ে এল দারুণ স্কিম, এবার অনেক কম দামে পাবেন নতুন বাইক

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

এই প্রোগ্রামের আওতায় পুরানো বাইক উপযুক্ত পার্টস এবং গ্যারান্টি সহ বিক্রি করবে Royal Enfield। উল্লেখ্য যে, এক্ষুণি দেশের সমস্ত শহরে উপলব্ধ হবেনা এই স্কিম। দিল্লি, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের রয়্যাল এনফিল্ড আউটলেটে ‘রিওন’ সুবিধা পাওয়া যাবে। আসলে রয়্যাল এনফিল্ডের বাইকের বিরাট চাহিদা দেখেই এই সুবিধা নিয়ে এসেছে কোম্পানি।

Royal Enfield নিয়ে এল দারুণ স্কিম, এবার অনেক কম দামে পাবেন নতুন বাইক

যুবক থেকে শুরু করে মধ্যবয়স্ক, সবার মধ্যেই বিশাল ফ্যান ফলোয়িং রয়েছে Royal Enfield এর। সাম্প্রতিক সময়ে আবার কিছুটা দামও বাড়িয়েছে কোম্পানি। তার মধ্যেও বাজারে নিজেদের শেয়ার বাড়ানোর জন্যই নতুন প্রোগ্রাম শুরু করেছে তারা। ব্যবহৃত বাইকগুলো পুনরায় নতুন পার্টস লাগিয়ে বিক্রি করবে Royal Enfield।

Royal Enfield নিয়ে এল দারুণ স্কিম, এবার অনেক কম দামে পাবেন নতুন বাইক

Reown প্রোগ্রামের মাধ্যমে পুরোনো রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কেনা-বেচায় ফোকাস করবে কোম্পানি। এই উদ্যোগের মাধ্যমে কোম্পানির লক্ষ্য গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে বাইক কিনে দেওয়া। যারা উচ্চ দামের কারণে নতুন রয়্যাল এনফিল্ড কিনতে অক্ষম তারাও যাতে Royal Enfield বাইক কেনেন সেজন্যই এমন উদ্যোগ।

About Author