TRENDS
Advertisement

Tata Motors: বর্ষশেষে বড় ছাড় টাটা মোটরসের, Tiago থেকে Safari তে মিলছে 1.40 লক্ষ টাকার ডিসকাউন্ট

আর মাত্র কটা দিন তারপরই বছর শেষ হতে চলেছে। বছর শেষ হওয়ার আগে ক্রেতাদের প্রলুব্ধ করতে দারুণ অফার নিয়ে এসেছে Tata motors। এন্ট্রি লেভেল Tiago হ্যাচব্যাক গাড়ি থেকে শুরু করে…

Published By: Ritwik | Published On:

আর মাত্র কটা দিন তারপরই বছর শেষ হতে চলেছে। বছর শেষ হওয়ার আগে ক্রেতাদের প্রলুব্ধ করতে দারুণ অফার নিয়ে এসেছে Tata motors। এন্ট্রি লেভেল Tiago হ্যাচব্যাক গাড়ি থেকে শুরু করে বেশ কয়েকটি গাড়িতে দারুণ অফারের ঘোষণা করেছে কোম্পানি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কি কি অফার রয়েছে বিভিন্ন গাড়ির ওপর। tata sierra

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Tiago হ্যাচব্যাকের পেট্রোল ম্যানুয়াল সংস্করণে 40,000 টাকার এক্সচেঞ্জ বোনাস সহ 15 হাজারের কর্পোরেট ডিসকাউন্ট এবং 5000 টাকার নগদ ছাড় মিলিয়ে মোট 60 হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।

Tata Motors: বর্ষশেষে বড় ছাড় টাটা মোটরসের, Tiago থেকে Safari তে মিলছে 1.40 লক্ষ টাকার ডিসকাউন্ট

Tiago AMT ভার্সনে একই কর্পোরেট ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফার সহ মোট 30,000 টাকার ছাড় পাওয়া যায়। অন্যদিকে সিঙ্গেল-সিলিন্ডার টিয়াগো সিএনজিতে ছাড়ের অংক 60,000। এর সাথে 15,000 টাকার এক্সচেঞ্জ এবং কর্পোরেট ডিসকাউন্ট 5,000 মিলিয়ে মোট 80,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়।

Tata Motors: বর্ষশেষে বড় ছাড় টাটা মোটরসের, Tiago থেকে Safari তে মিলছে 1.40 লক্ষ টাকার ডিসকাউন্ট

টুইন-সিলিন্ডার টিয়াগো সিএনজিতে গ্রাহকদের জন্য ছাড়ের অংক 30,000। সেখানে থাকছে এক্সচেঞ্জ বোনাস 15,000 টাকার এবং 5000 টাকার কর্পোরেট ডিসকাউন্ট। টুইন-সিলিন্ডার Tata Tigor CNG তে 35,000 টাকার ছাড় সহ এক্সচেঞ্জ বোনাস রয়েছে 15,000 টাকার এবং কর্পোরেট ডিসকাউন্ট মিলবে 5000 টাকার।

Tata Motors: বর্ষশেষে বড় ছাড় টাটা মোটরসের, Tiago থেকে Safari তে মিলছে 1.40 লক্ষ টাকার ডিসকাউন্ট

উল্লেখ্য যে, বেস্ট সেলার মাইক্রো SUV Punch গাড়িতে কেবলমাত্র 3000 টাকার কর্পোরেট ডিসকাউন্ট রয়েছে। Tata Altroz প্রিমিয়াম হ্যাচব্যাকে থাকছে 25,000, টাকার ছাড় সহ 10,000 টাকার এক্সচেঞ্জ বোনাস এবং 5000 টাকার কর্পোরেট ডিসকাউন্ট। CNG-স্পেক সহ Altroz গাড়িতে গ্রাহকদের জন্য ছাড়ের অংক 10,000। এছাড়া থাকছে 10000 টাকার এক্সচেঞ্জ বোনাস এবং 5000 টাকার কর্পোরেট ডিসকাউন্ট।

Tata Motors: বর্ষশেষে বড় ছাড় টাটা মোটরসের, Tiago থেকে Safari তে মিলছে 1.40 লক্ষ টাকার ডিসকাউন্ট
Tata Punch

ADAS সহ প্রি-ফেসলিফ্ট Harrier AT-তে গ্রাহকরা মোট ছাড় পাচ্ছেন 75,000 টাকার। এর সাথে যুক্ত হচ্ছে 50 হাজারের এক্সচেঞ্জ বোনাস এবং 10 হাজার টাকার কর্পোরেট ডিসকাউন্ট। সবমিলিয়ে Harrier AT তে সুবিধা পাওয়া যাচ্ছে 1.35 লাখের। অন্যদিকে প্রি-ফেসলিফ্ট Tata Safari AT তে ডিস্কাউন্ট থাকছে 1.40 লক্ষ টাকার।

About Author