Read In
Whatsapp

নতুন Ola S1 নাকি Hero Splendor Plus, বাজেটের মধ্যে কোনটা বেস্ট? তুলনা দেখে বিচার করুন

Ola S1 Vs Hero Splendor Plus, দুই গাড়ির মধ্যে সারা কোনটি দেখে নিন

Advertisements

জ্বালানি তেলের ঝঞ্ঝাট থেকে বাঁচতে বহু মানুষের কাছে অপশন হয়ে উঠেছে ইলেকট্রিক স্কুটার। ধীরে ধীরে বাজারের বড় অংশ দখল করছে নতুন ই স্কুটার গুলো। এক্ষেত্রে Ola S1 এর শেয়ার সবচেয়ে বেশি। তবে Ola স্কুটারকে বড়সড় চ্যালেঞ্জ জানিয়েছে Hero Motocorp এর Splendor Plus।নতুন Ola S1 নাকি Hero Splendor Plus, বাজেটের মধ্যে কোনটা বেস্ট? তুলনা দেখে বিচার করুন

এখন কথা হচ্ছে নিত্য ব্যবহারের। এক্ষেত্রে দুই স্কুটারই ব্যপক উপযুক্ত। তাহলে কোনটা নেবেন আপনি? 1 লাখের বাজেটেই উপলব্ধ দুটি গাড়ি। তাহলে চলুন তুলনা করে দেখে নেওয়া যাক আপনার জন্য উপযুক্ত কোনটি।

Advertisements

নতুন Ola S1 নাকি Hero Splendor Plus, বাজেটের মধ্যে কোনটা বেস্ট? তুলনা দেখে বিচার করুন

1) ইঞ্জিন এবং পাওয়ারট্রেন
Hero Splendor গাড়িতে রয়েছে একটি 97 সিসির এয়ারকুল ইঞ্জিন। এই ইঞ্জিন সর্বোচ্চ 8.05 Nm টর্ক তৈরি করতে সক্ষম। আবার Ola S1 Gen 2 স্কুটারকে শক্তি যোগাচ্ছে 4 kwh লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। স্কুটারটি সর্বোচ্চ 11kW শক্তি উত্পন্ন করতে সক্ষম।

2) মাইলেজ
Ola স্কুটারে রয়েছে একগুচ্ছ রাইডিং মোড। একবার ফুল চার্জে স্কুটারটি মোট 195 km মাইলেজ দেয়। Hero বাইকটি প্রতি লিটারে 65 থেকে 70 কিমি ছুটতে সক্ষম। কিন্তু যেখানে Ola S1 চার্জ হতে 6.5 ঘণ্টা সময় নেয় সেখানে Hero Splendor 5 মিনিটের আগেই ট্যাংকি ফুল করে নিতে সক্ষম। নতুন Ola S1 নাকি Hero Splendor Plus, বাজেটের মধ্যে কোনটা বেস্ট? তুলনা দেখে বিচার করুন

3) ফিচার্স
Ola অবশ্য গতির দিক থেকে এগিয়ে। কারণ Ola S1 Gen 2 এর সর্বোচ্চ গতি 120kmph। অন্যদিকে Hero Splendor Plus সর্বোচ্চ 87 kmph গতিতেই ছুটতে পারে। ফিচারসের দিক থেকেও স্কুটারটি এগিয়ে। কারণ S1 Gen 2 স্কুটারে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, টাচস্ক্রিন ডিসপ্লে, OTA আপডেট, মিউজিক কন্ট্রোল ইত্যাদি। আর এরকম কোনো ফিচারস নেই বাইকে।

নতুন Ola S1 নাকি Hero Splendor Plus, বাজেটের মধ্যে কোনটা বেস্ট? তুলনা দেখে বিচার করুন

4) দাম
দামেও বেশ তফাৎ রয়েছে। Ola S1 Gen 2 এর এক্স শোরুম দাম 1.47 লাখ টাকা। অন্যদিকে Hero Splendor Plus এর দাম শুরু হচ্ছে মাত্র 75,000 টাকা থেকে। এক্ষেত্রে বলাই বাহুল্য যে, খরচের দিক থেকে Hero এর বাইকটিই সেরা। মেন্টেন্যান্স কম হওয়ার সাথে সাথে তেল খরচও কম Hero Splendor Plus বাইকের।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.