Read In
Whatsapp

বাজারে আসছে 5টি সেরা গাড়ি, এই পিক আপ গাড়িটি লঞ্চ হচ্ছে বহু অপেক্ষার পর

আগামী বছর গাড়ির বাজারে বড় পরিবর্তন আসতে চলেছে। জ্বালানি গাড়ির বাজারকে ফিকে করবে নতুন নতুন বৈদ্যুতিন গাড়ি। আজকে আমরা জানাবো আসন্ন সময়ের বহুল অপেক্ষিত 5টি গাড়ি নিয়ে। চলুন দেখে নেওয়া…

Advertisements

আগামী বছর গাড়ির বাজারে বড় পরিবর্তন আসতে চলেছে। জ্বালানি গাড়ির বাজারকে ফিকে করবে নতুন নতুন বৈদ্যুতিন গাড়ি। আজকে আমরা জানাবো আসন্ন সময়ের বহুল অপেক্ষিত 5টি গাড়ি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক।

Maruti Suzuki eVX:

Advertisements
maruti suzuki evx
maruti suzuki evx

জাপানি কোম্পানি সুজুকি চলতি বছরে অনুষ্ঠিত Auto Expo তে eVX কনসেপ্ট গাড়িটি সারাবিশ্বের সামনে আত্মপ্রকাশ করে। এরপর জাপান মবিলিটি শোতে গাড়িটির আরো উন্নত ভার্সন শো করে। খবর অনুযায়ী আগামী 2024 সালের শেষের দিকে গাড়িটি লঞ্চ হবে বাজারে। উল্লেখ্য গাড়িতে 550 কিমির বেশি মাইলেজ থাকবে।

5 Door Mahindra Thar:    5 দরজার থার নিয়ে বহুদিন ধরেই উত্তেজনা তৈরী হয়ে আছে বাজারে। গত কয়েকমাসে গাড়িটির বেশ কয়েকটি পরীক্ষা করতে দেখা গিয়েছে Mahindra কে। আগামী 2024 সালের প্রথমদিকে গাড়িটি বাজারে আসতে পারে। অতিরিক্ত আসন সারি সহ Thar 5 door গাড়িতে DRL সহ একটি নতুন এলইডি সেট হেডলাইট এবং একটি নতুন ফ্রন্ট গ্রিল থাকবে৷ 10-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং IRVM মাউন্টেড ড্যাশক্যামের সাথে সজ্জিত হবে নয়া Thar। উল্লেখ্য, গাড়িটিকে শক্তি জোগাবে 2.2L ডিজেল এবং 2.0L পেট্রোল ইঞ্জিন। বাজারে আসছে 5টি সেরা গাড়ি, এই পিক আপ গাড়িটি লঞ্চ হচ্ছে বহু অপেক্ষার পর

Tata Curvv: টাটা মোটরসের আসন্ন Curvv গাড়িটি আসবে আগামী বছরই। Cöupé স্টাইলের গাড়িটি টাটা মোটরস নিয়ে আসছে Hyundai Creta, KIA Seltos, Skoda Kushaq ইত্যাদির সাথে লড়তে। জ্বালানি ইঞ্জিনের সাথে সাথে EV ভার্সনেও লঞ্চ হবে গাড়িটি। 500 থেকে 550 কিমির মাইলেজও থাকবে Curvv গাড়িতে।বাজারে আসছে 5টি সেরা গাড়ি, এই পিক আপ গাড়িটি লঞ্চ হচ্ছে বহু অপেক্ষার পর

Mahindra Scorpio Pick up: গত আগস্ট মাসে দক্ষিণ আফ্রিকার মাটিতে Mahindra তাদের নতুন Thar এবং Scorpio এর উন্মোচন করে। খবর অনুযায়ী আপাতত গাড়িটির টেস্টিং চালাচ্ছে Mahindra এবং খুব জলদি বাজারে লঞ্চ হবে গাড়িটি।

Hyundai Creta Facelift: ফেসলিফ্টেড Hyundai Creta। গাড়িটির ভিতরে এবং বাইরে বড় আপডেট থাকবে। সেখানে নতুন 1.5L টার্বো পেট্রোল ইঞ্জিন থাকবে যা মোট 160 PS শক্তি এবং 253 Nm টর্ক উৎপন্ন করবে। বাজারে আসছে 5টি সেরা গাড়ি, এই পিক আপ গাড়িটি লঞ্চ হচ্ছে বহু অপেক্ষার পর

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.