Read In
Whatsapp

মারুতি সুজুকির দিন শেষ করতে নতুন গাড়ি আনছে Toyota, দেখে নিন আসন্ন গাড়ির সম্পর্কে

আসছে Toyota Taisor, ফিচারসের দেখে নিন

Advertisements

অটোমোবাইল সেক্টরে বড় পরিবর্তন এসেছে বিগত সময়ে। বিশেষ করে Compact SUV এর বাজারে পরিবর্তন অধিক লক্ষ্য করা যায়। বেশ কয়েকটি নতুন মডেল লঞ্চ হতে চলেছে এই বাজারে। নতুন গাড়িগুলো বাজারে আরো বড় প্রতিযোগিতা নিয়ে আসতে চলেছে। এরইমধ্যে খবর আসছে Toyota এর নয়া গাড়ির।

2024 সালে অটোমোবাইলের বাজারে বড় পরিবর্তন আসবে। বাজারে আসবে Kia Sonet Facelift, Mahindra XUV300 Facelift এবং সেইসাথে Toyota এর মিড সাইজ SUV, Toyota Taisor লঞ্চ হবে। এছাড়া আরো কয়েকটি বৈদ্যুতিক গাড়ি দেখা যাবে এই বাজারে। তবে আজ আমরা Toyota Taisor সম্পর্কে জানাবো আপনাদের। মারুতি সুজুকির দিন শেষ করতে নতুন গাড়ি আনছে Toyota, দেখে নিন আসন্ন গাড়ির সম্পর্কে

Advertisements

এতদিন টয়োটার সেরকম উপস্থিতি থাকেনি ভারতের বাজারে। বিশেষ করে কমপ্যাক্ট SUV বাজারে তারা হারিয়ে গেছিল কিন্তু সেই স্থান পূরণ করতে আসছে নতুন Taisor। মারুতি সুজুকি Fronx এর ওপর ভিত্তি করে সাব-4-মিটার ক্রসওভার Taisor নিয়ে আসছে Toyota।

গাড়িতে টয়োটার সিগনেচার গ্রিল, বাম্পার, নতুন অ্যালয় এবং অল-এলইডি লাইটিং সহ Taisor বাজারে স্বতন্ত্র পরিচয়ের সাথে আসে। Compact SUV তে দুটি ইঞ্জিন বিকল্প থাকবে। এগুলো হলো শক্তিশালী 100 BHP, 1.0-লিটার বুস্টারজেট পেট্রোল। অন্যটি 90 BHP শক্তির 1.2-লিটার ন্যাচারাল অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন৷ যদিও এখনো দাম জানা যায়নি তবে মারুতির Fronx এর আশেপাশেই দাম থাকবে Taisor এর।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.