Read In
Whatsapp

বৈদ্যুতিক ভার্সনেও কি আসছে Altroz? কী জানাচ্ছে টাটা মোটরস

Tata Altroz EV কি আসছে বাজারে? জবাব দিলেন টাটা মোটরসের এমডি শৈলেশ চন্দ্র। জেনে নিন খুঁটিনাটি।

Advertisements

আজকের দিনে রাস্তার এদিক ওদিক তাকালেই জ্বালানি গাড়ির জায়গায় একগুচ্ছ বৈদ্যুতিক গাড়ি চোখে পড়ে। ধীরে ধীরে গোটা বাজারটাই চেয়ে গেছে বৈদ্যুতিক গাড়িতে। আর এই সেগমেন্টে ভালো দখল রয়েছে টাটা মোটরসের। সূত্রের খবর, আগামী ২০২৫ সালের মধ্যে মোট ছয়টি নতুন ইভি লঞ্চ করার পরিকল্পনা করছে সংস্থাটি। তবে এই সবকটির বেশিরভাগই SUV। এখন প্রশ্ন হল, Altroz EV-র কী হল?

সম্প্রতি টাটা মোটরসের এমডি শৈলেশ চন্দ্র এক সাক্ষাৎকারে বলেন, টাটা 2025 সালের মধ্যে মোট 10 টি ইভি আনার পরিকল্পনা করছে। তারমধ্যে চারটি ইতিমধ্যেই বাজারে উপলব্ধ। সেগুলি হল, Tiago EV, Tigor EV, Xpres-T এবং Nexon EV৷ বাকিদের মধ্যে রয়েছে, হ্যারিয়ার, কার্ভ, সিয়েরা এবং আভিনিয়া। এখনও বাকি রইল দুটি গাড়ি। যার মধ্যে একটি হতে চলেছে পাঞ্চ।

Advertisements

সূত্রের খবর, টাটার শেষ EV হতে পারে Safari EV বা Altroz EV। রিপোর্ট বলছে, Tata-র পরিকল্পনায় Safari EV নেই। কিন্তু হ্যারিয়ার এবং সাফারির মধ্যে অংশ ভাগাভাগি বিবেচনা করে, Safari EV বেশ সম্ভাব্য বিকল্প বলে মনে হচ্ছে। এই বিষয়ে টাটা আগেই জানিয়েছিল যে, তার সমস্ত আইসিই গাড়ি ইভিতে রূপান্তরিত হবে।

বৈদ্যুতিক ভার্সনেও কি আসছে Altroz? কী জানাচ্ছে টাটা মোটরস

এমতাবস্থায় এটা ধরে নেওয়াই যায় যে, টাটা Altroz EV-র উপরেও কাজ করতে পারে। এমতাবস্থায় প্রশ্ন হল, টাটা কি এই গাড়িটির ডিজাইন সম্পূর্ণরূপে বদলে দেবে? নাকি আগের গাড়ির ডিজাইনের সাথে সামঞ্জস্য রেখেই নয়া গাড়ির লুক ক্রিয়েট করা হবে? বলে রাখি এই বিষয়টা এখন গোটাটাই ধোঁয়াশা। পাশাপাশি স্পেশিফিকেশন কী হতে পারে, সেটা নিয়েও বিস্তারিত কোনো তথ্য সামনে আসেনি।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.