উৎসবের মরসুমে পুরনো গাড়ির চাহিদা থাকে অনেকবেশী। বেশ কিছু ওয়েবসাইটে পুরাতন গাড়িগুলোর বিক্রি বেড়ে যায় অনেকখানি। চলুন আজ তেমনই কয়েকটি গাড়ির সম্পর্কে জানাই আপনাদের।
Maruti Suzuki WagonR 
2010 মডেলের একটি গাড়ি লিস্টেড রয়েছে। এটি Wagon R এর 1.0 LXI মডেল। মোট 73000 হাজার কিলোমিটার ছুটেছে গাড়িটি। পেট্রোল সংস্করণের ম্যানুয়াল ট্রান্সমিশনের এই গাড়িটি বর্তমানে গাজিয়াবাদের ইন্দিরাপুরমে রয়েছে। মাত্র 1.72 লক্ষ টাকায় বিক্রি হবে এটি।
Tata Nexon 
2019 সালের একটি Nexon রয়েছে এই তালিকায়। উল্লেখ্য এটি Nexon এর XZA PLUS সংস্করণ। পেট্রোল চালিত গাড়িটি মোট 16,212 কিলোমিটার অতিক্রম করেছে। এটি একটি 1ST মালিকের গাড়ি। নয়ডার সেক্টর-18-এ এর গাড়িটির বর্তমান দাম রয়েছে 8.34 লক্ষ টাকা।
Renault Kwid 
2015 সালের একটু Kwid গাড়ি রয়েছে সস্তায়। গাড়িটির RXT মডেল বিক্রি হচ্ছে বেশ কম দামে। Kwid গাড়িটি মোট 55261 কিমি ছুটেছে। Renault এর এই গাড়িটি মাত্র 2.6 লক্ষ টাকায় উপলব্ধ।







