Read In
Whatsapp

উৎসবের মরশুমে বাড়ি আনুন দুর্দান্ত ত্রুজার বাইক, চলে এল TVS Ronin-র স্পেশাল এডিশন! দাম কত?

শীঘ্রই আসছে TVS Ronin এর নতুন ভার্সন। কেমন লুক হতে পারে, দামই বা কত হতে পারে, এমনই যাবতীয় তথ্য এক নজরে দেখে নিন।

Advertisements

উৎসবের মরশুমে বাইক প্রেমীদের জন্য আরও এক বড় চমক নিয়ে হাজির হল টিভিএস। গ্রাহকদের চাহিদা অনুযায়ী, দেশীয় বাজারে রনিনের বিশেষ সংস্করণ লঞ্চ করার ঘোষণা করেছে। Ronin এর স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টের সাথে তুলনা করলে দেখা যায় যে, নতুন ভার্সনে অনেক অ্যাড অন হয়েছে। এছাড়া নতুন গ্রাফিক ডিজাইনও যুক্ত হয়েছে সেখানে।

উৎসবের মরশুমে বাড়ি আনুন দুর্দান্ত ত্রুজার বাইক, চলে এল TVS Ronin-র স্পেশাল এডিশন! দাম কত?

Advertisements

TVS Ronin স্পেশাল এডিশন একটি নিম্বাস গ্রে কালার স্কিমে উপলব্ধ করা হয়েছে। রেট্রো-আধুনিক রোডস্টারটি 2022 সালের জুলাই মাসে বাজারে আত্মপ্রকাশ করেছিল এবং গ্রাহকরাও দারুণ সাড়া দিয়েছিল। আর এবার তো নতুন এডিশনে যোগ হয়েছে আরও একাধিক সব ফিচার্স। নতুন গ্রাফিক্সের সাথে সাথে মোটরসাইকেলে একটি ‘R’ লোগো প্যাটার্নও যুক্ত হয়েছে। হেডল্যাম্প বেজেল সহ গাড়ির নীচের অংশটি কালো রঙে রাঙানো। অ্যাড-অন হিসেবে থাকবে একটি USB চার্জার, ফ্লাইস্ক্রিন এবং একটি বিশেষভাবে ডিজাইনড EFI কভার। এছাড়াও বাইকটির হুইল রিম ‘TVS Ronin’ এর ব্র্যান্ডিং প্রদর্শন করবে।

এইদিন গাড়ি লঞ্চের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে, টিভিএস মোটর কোম্পানির প্রিমিয়াম বিজনেস হেড বিমল সাম্বলি বলেন, “টিভিএস রনিন গত বছর প্রিমিয়াম লাইফস্টাইল মোটরসাইকেল সেগমেন্টে টিভিএস মোটরের প্রথম প্রবেশ হিসাবে চালু হয়। এক বছর পর, আমাদের আধুনিক-রেট্রো মোটরসাইকেলগুলি ভারত জুড়ে হাজার হাজার মানুষকে তাদের অনন্য উপায়ে নিজেদের গল্প লিখতে অনুপ্রাণিত করে। এই নতুন সংস্করণের মাধ্যমে, আমরা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার কে আরও এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত।”

উৎসবের মরশুমে বাড়ি আনুন দুর্দান্ত ত্রুজার বাইক, চলে এল TVS Ronin-র স্পেশাল এডিশন! দাম কত?

কোনো যান্ত্রিক পরিবর্তন ছাড়াই, TVS রনিন স্পেশাল এডিশন একটি 225.9 cc সিঙ্গেল-সিলিন্ডার তেল-কুলড ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিন থেকে পাওয়ার প্রাপ্ত করে যা 7,750 rpm-এ সর্বোচ্চ 20.1 bhp পাওয়ার আউটপুট এবং 19.93 Nm পিক টর্ক উৎপন্ন করে। পাওয়ারট্রেনটি একটি পাঁচ-স্পিড ট্রান্সমিশনের সাথে যুক্ত এবং একটি স্লিপ/অ্যাসিস্ট ক্লাচ স্ট্যান্ডার্ড হিসাবে আসে। এছাড়াও Ronin বাইকে একটি ফুল-এলইডি লাইটিং সেটআপ, TVS SmartXonnect ব্লুটুথ মডিউল সহ একটি অফ-সেট এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, দুটি ABS মোড (রেইন এবং রোড), একটি স্লিপার ক্লাচ এবং গ্লাইড থ্রু টেকনোলজি।

দাম (Price): বাজারদরের কথা বললে 1 লক্ষ 72 হাজার 700 টাকা (এক্স-শোরুম) দামের সাথে বাজারে লঞ্চ হয়েছে বাইকটি। যা বর্তমান ভেরিয়েন্টের চেয়ে একটুই বেশি।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.