whatsapp Get Updates
Advertisement

EV ভার্সনে বাজারে এলো বাইকের রাজা RX100? হুড়োহুড়ি পড়লো EV বাজারে!

RX100-এর লুকে, ইলেকট্রিক অবতারে এল নতুন বাইক, ঝড় তুলছে সকল বাইক প্রেমীদের মনে!

Published By: Debapriya Nandi Sarkar | Published On:

ভারতে এক সময়ের রাজপুত্র ছিল RX100—আজও তার গর্জন শোনার অপেক্ষায় হাজারো বাইকপ্রেমী। মাঝে মাঝেই কলরব ওঠে—RX100 আবার ফিরছে! আর সেই উত্তেজনাকেই যেন নতুন করে উসকে দিল এই ইলেকট্রিক বাইক। ইউরোপে আত্মপ্রকাশ করল এক অভিনব বৈদ্যুতিক বাইক—RGNT No.1 Classic 1.5। সুইডেনের কোম্পানি RGNT Motorcycles-এর এই নতুন মডেলটি নজর কেড়েছে তার ক্লাসিক ডিজাইন ও অত্যাধুনিক ফিচার মিলিয়ে। বাইকটির নকশা দেখে অনায়াসেই মনে পড়ে যায় এক সময়ের জনপ্রিয় ইয়ামাহা RX100-এর কথা। যদিও বাইকটি এখনই ভারতের বাজারে আসছে না, তবুও বাইকপ্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

এই বাইকটির নির্মাণ হয়েছে সম্পূর্ণ হাতে, সুইডেনের কুংসব্যাকা শহরে।

EV ভার্সনে বাজারে এলো বাইকের রাজা RX100? হুড়োহুড়ি পড়লো EV বাজারে!

ক্লাসিক ডিজাইন, আধুনিক প্রযুক্তির সংমিশ্রণ

RGNT No.1 Classic 1.5-এর ডিজাইন নজরকাড়া। গোলাকার হেডল্যাম্প, টিয়ারড্রপ আকৃতির ‘ফুয়েল ট্যাঙ্ক’, একটানা বেঞ্চ সিট ও স্পোক-চাকা—সব মিলিয়ে বাইকটি যেন একটি পুরনো দিনের মডেল। কিন্তু বাইকটি পুরোপুরি ইলেকট্রিক, তাতে রয়েছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া।

৭ ইঞ্চির একটি টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে, যেখানে GPS নেভিগেশনসহ বিভিন্ন তথ্য দেখা যাবে। রয়েছে Bike Control Unit বা BCU, যার সাহায্যে ওভার-দ্য-এয়ার (OTA) সফটওয়্যার আপডেটও সম্ভব। বাইকে দেওয়া হয়েছে সম্পূর্ণ LED আলো।

শক্তিশালী ব্যাটারি, চমকপ্রদ পারফরম্যান্স

এই মোটরসাইকেলে রয়েছে ৯ কিলোওয়াটের একটি ইলেকট্রিক মোটর, যার সর্বোচ্চ আউটপুট ১১ কিলোওয়াট বা ১৪.৭ বিএইচপি। এতে রয়েছে ৭.৭ কিলোওয়াট আওয়ার ক্ষমতাসম্পন্ন লিথিয়াম-আয়ন ব্যাটারি। শহরে বাইকটি এক চার্জে চলতে পারে ১৬০ কিমি পর্যন্ত, আর হাইওয়েতে এই দূরত্ব কমে দাঁড়ায় ১১০ কিমিতে। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১২৫ কিমি প্রতি ঘণ্টা।

যন্ত্রাংশে উন্নত প্রযুক্তির ব্যবহার

নতুন আপডেটের মধ্যে রয়েছে আরও উন্নত টেলিস্কোপিক ফর্ক, উন্নত ব্রেকিং সিস্টেমে দেওয়া হয়েছে Galfer-এর রোটর ও J.Juan-এর ক্যালিপার। থাকছে Combined Braking System বা CBS-ও। বাইকটির একটি Scrambler ভ্যারিয়েন্টও উপলব্ধ রয়েছে।

ভারতের বাজারে আপাতত আসার সম্ভাবনা নেই

এতসব আকর্ষণীয় বৈশিষ্ট্য সত্ত্বেও, RGNT No.1 Classic 1.5 এখনই ভারতের বাজারে লঞ্চ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে ইউরোপীয় বাজারে এই বাইক ইতিমধ্যেই নজর কেড়েছে নস্টালজিয়া ও প্রযুক্তির মিলনের জন্য।
দাম নির্ধারিত হয়েছে €12,495, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০.৭৯ লক্ষ টাকার কাছাকাছি।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে লেখা লেখি করছি