ইলেকট্রিক যানবাহনের বাজারে নতুন উত্তেজনার সৃষ্টি করল বেঙ্গালুরুভিত্তিক স্টার্টআপ সংস্থা ওবেন ইলেকট্রিক। সংস্থার নতুন ইলেকট্রিক মোটরসাইকেল ‘Rorr EZ’ ৭ নভেম্বর, ২০২৪-এ ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছে। আধুনিক প্রযুক্তি, আকর্ষণীয় ডিজাইন এবং তুলনামূলক কম দামে শহুরে যাত্রীদের লক্ষ্য করে এই বাইকটি বাজারে আনা হয়েছে।
সাধারণ মানুষের নাগালে ইলেকট্রিক বাইক পৌঁছে দিতে সংস্থাটি নির্ধারণ করেছে ₹৮৯,৯৯৯ (এক্স-শোরুম) মূল্যের প্রাথমিক অফার। তিনটি ব্যাটারি ভেরিয়েন্টে পাওয়া যাবে এই বাইক— ২.৬ কিলোওয়াট আওয়ার, ৩.৪ কিলোওয়াট আওয়ার এবং ৪.৪ কিলোওয়াট আওয়ার। প্রতিটি ভেরিয়েন্টের রেঞ্জ যথাক্রমে ৮০–১১০ কিমি, ১১০–১৪০ কিমি এবং সর্বোচ্চ ১৭৫ কিমি পর্যন্ত বলে দাবি করা হয়েছে।
পারফরম্যান্সের ক্ষেত্রেও এই বাইক পিছিয়ে নেই। ৭.৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ইলেকট্রিক মোটর ও ৫২ এনএম টর্কের সাহায্যে মাত্র ৩.৩ সেকেন্ডে ০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা গতিতে পৌঁছাতে সক্ষম Rorr EZ। এর সর্বোচ্চ গতি ৯৫ কিমি প্রতি ঘণ্টা।
চার্জিং সুবিধার কথা বললে, দ্রুত চার্জার ব্যবহারে ২.৬ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি ৪৫ মিনিটে ৮০% পর্যন্ত চার্জ হয়ে যাবে। অন্যদিকে, বড় ব্যাটারিগুলির চার্জিং সময় ১.৫ থেকে ২ ঘণ্টা। স্ট্যান্ডার্ড চার্জারে পুরোপুরি চার্জ হতে সময় লাগে ৪ থেকে ৭ ঘণ্টা পর্যন্ত।
নকশার দিক থেকে বাইকটির বৈশিষ্ট্য হল ‘নিও-ক্লাসিক’ ডিজাইন। রাউন্ড এলইডি হেডল্যাম্প এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারসহ এটি তৈরি হয়েছে সংস্থার নিজস্ব ARX ফ্রেমওয়ার্কে। রঙের বিকল্প রয়েছে চারটি— ইলেক্ট্রো অ্যাম্বার, সার্জ সায়ান, লুমিনা গ্রিন এবং ফোটন হোয়াইট।
নিরাপত্তা ও প্রযুক্তিগত বৈশিষ্ট্যেও নজরকাড়া Rorr EZ। এতে রয়েছে Geo-Fencing, Theft Protection, Under Battery Alert এবং Driving Assistance System-এর মতো আধুনিক ফিচার। তিনটি রাইডিং মোড— ইকো, সিটি এবং হ্যাভক— চালকের সুবিধা অনুযায়ী বেছে নেওয়া যায়।
ওয়ারেন্টি নিয়েও উদারতা দেখিয়েছে সংস্থাটি। ৩ বছর বা ৫০,০০০ কিমি পর্যন্ত স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি দেওয়া হয়েছে, যা ৫ বছর বা ৭৫,০০০ কিমি পর্যন্ত বাড়ানো যাবে। ইতিমধ্যেই বুকিং শুরু হয়েছে ₹২,৯৯৯ টোকেন দিয়ে। টেস্ট রাইড ও ডেলিভারিও এখনই পাওয়া যাচ্ছে। উল্লেখযোগ্য যে, Oben Electric-এর উৎপাদন ব্যবস্থায় ৯৫% উপকরণ দেশীয়ভাবে তৈরি, যা ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাবে।