whatsapp Get Updates
Advertisement

একবার চার্জে ৫০০ কিমি! ফুল চার্জ হতে ৩০ মিনিট – TATA বাজারে আনতে চলেছে ‘Avinya’

চমকে দেওয়া ডিজাইন, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং ভবিষ্যতের দিশা দেখাতে টাটা মোটরস নিয়ে এল তাদের নতুন কনসেপ্ট বৈদ্যুতিক গাড়ি — ‘অবিন্য’। ‘অবিন্য’ নামটি এসেছে সংস্কৃত শব্দ ‘অভিন্য’ থেকে, যার অর্থ ‘নবপ্রবর্তন’।…

Published By: Tech Desk | Published On:

চমকে দেওয়া ডিজাইন, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং ভবিষ্যতের দিশা দেখাতে টাটা মোটরস নিয়ে এল তাদের নতুন কনসেপ্ট বৈদ্যুতিক গাড়ি — ‘অবিন্য’। ‘অবিন্য’ নামটি এসেছে সংস্কৃত শব্দ ‘অভিন্য’ থেকে, যার অর্থ ‘নবপ্রবর্তন’। এই নতুন গাড়ি নির্মাণে ব্যবহৃত হয়েছে টাটার নিজস্ব উন্নত Gen 3 আর্কিটেকচার, যা কোম্পানির বৈদ্যুতিক গাড়ির ভবিষ্যৎ পরিকল্পনার প্রাথমিক ধাপ।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

গাড়িটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর একবার চার্জে ৫০০ কিলোমিটার পথ চলার ক্ষমতা। সেই সঙ্গে আছে ‘আল্ট্রা ফাস্ট চার্জিং’ প্রযুক্তি, যার মাধ্যমে মাত্র ৩০ মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যেতে পারে গাড়িটি। বর্তমান ব্যস্ত জীবনে এটি হতে পারে এক বড় সুবিধা, বিশেষ করে শহুরে যাত্রীদের জন্য।

একবার চার্জে ৫০০ কিমি! ফুল চার্জ হতে ৩০ মিনিট - TATA বাজারে আনতে চলেছে 'Avinya'

গাড়ির ডিজাইনে আধুনিকতা ও আরাম দুটোই:
‘অবিন্য’-র ডিজাইন একেবারেই ব্যতিক্রমী। এটি একসঙ্গে হ্যাচব্যাক, MPV ও SUV ডিজাইনের সংমিশ্রণ, যা বাইরের চেহারায় এক নতুনত্ব এনে দিয়েছে। গাড়ির দরজা ‘বাটারফ্লাই’ স্টাইলে খোলে, যা কেবল দেখতেই নয়, ব্যবহারেও আধুনিকতার ছাপ রেখে যায়। ভিতরের দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে প্রশস্ততা ও আরামের ওপর। মিনিমালিস্টিক ডিজাইন এবং পরিবেশবান্ধব উপকরণ দিয়ে তৈরি কেবিনে থাকছে ভয়েস অ্যাক্টিভেটেড কন্ট্রোল সিস্টেম।

নিরাপত্তা এবং মানে আন্তর্জাতিক দৃষ্টি:
Gen 3 প্ল্যাটফর্মে তৈরি হওয়ায় গাড়িটি নিরাপত্তার দিক থেকেও বেশ উন্নত। জল ও ধুলো প্রতিরোধী এই গাড়ি আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে নির্মিত হয়েছে। এটি কেবলমাত্র ভারত নয়, বৈশ্বিক বাজারেও প্রতিযোগিতা করার জন্য প্রস্তুত।

একবার চার্জে ৫০০ কিমি! ফুল চার্জ হতে ৩০ মিনিট - TATA বাজারে আনতে চলেছে 'Avinya'

ভবিষ্যতের লক্ষ্যে পরিকল্পনা:
টাটা মোটরসের পরিকল্পনা অনুযায়ী, ‘অবিন্য’ কনসেপ্ট গাড়িটির প্রোডাকশন ভার্সন বাজারে আসবে ২০২৫ সালে। তার আগে, ২০২৪ সালে তারা লঞ্চ করবে CURVV নামক ই-এসইউভি। এর মাধ্যমে পরিষ্কার যে, টাটা মোটরস আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির বাজারে নিজেদের উপস্থিতি দৃঢ় করতে চাইছে।

এই গাড়ির আত্মপ্রকাশ টাটা মোটরসের নতুন দিগন্তের সূচনা করল। প্রযুক্তি ও পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে ভারতের অটো ইন্ডাস্ট্রিতে এটি এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ধরা যেতে পারে।

About Author