গাড়ি কেনা এখন আর বিলাসিতা নয়, বরং প্রয়োজন। আর সেই প্রয়োজন পূরণে এবার এক অভিনব পদক্ষেপ নিলো Tata Motors। দেশের অন্যতম জনপ্রিয় অটোমোবাইল সংস্থা Tata Motors নিয়ে এসেছে এক নতুন ফাইন্যান্সিং স্কিম, যা টাটা Tiago, Nexon ও Altroz-এর মতো গাড়িগুলিকে সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে প্রস্তুত।
এই স্কিমের সবচেয়ে বড় আকর্ষণ হল—শূন্য ডাউন পেমেন্ট। অর্থাৎ, কোনও প্রাথমিক অর্থ না দিয়েই এখন টাটা Tiago কেনা সম্ভব। শুধু তাই নয়, প্রথম ছয় মাসে EMI-এর মূল অর্থ পরিশোধ করতে হবে না, দিতে হবে শুধুমাত্র সুদের পরিমাণ। ফলে শুরুতেই বড় অঙ্কের আর্থিক বোঝা পড়ছে না ক্রেতাদের উপর।
এই স্কিমে ১০০% অন-রোড ফান্ডিং দেওয়া হচ্ছে, যার অর্থ গ্রাহককে গাড়ির একটিও অতিরিক্ত খরচ নিজের পকেট থেকে দিতে হচ্ছে না। সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত লোন টেনিওর পাওয়া যাবে, যা EMI পরিশোধকে করে তুলছে আরও সহজসাধ্য।
এই সুবিধাগুলি মিলবে শুধুমাত্র Tiago-তেই নয়, বরং Altroz এবং Nexon-এর ক্ষেত্রেও। অর্থাৎ তিনটি জনপ্রিয় মডেলেই থাকবে একাধিক ফাইন্যান্স অপশন।
এই ফাইন্যান্স স্কিম বাস্তবায়নে Tata Motors হাত মিলিয়েছে Karur Vysya Bank-এর সঙ্গে। যাঁরা চাকুরিজীবী বা আত্মনির্ভরশীল, সকলেই এই স্কিমের আওতায় আসতে পারবেন। এছাড়া, টাটা দিয়েছে Step-Up EMI-এর সুবিধা—Tiago-এর ক্ষেত্রে মাসিক EMI শুরু হচ্ছে মাত্র ₹৪,৯৯৯ থেকে, Altroz-এ ₹৫,৫৫৫ ও Nexon-এ ₹৭,৪৯৯ থেকে।
আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল—”Keys to Safety” নামক বিশেষ উদ্যোগ। এই প্রকল্পের আওতায় ফ্রন্টলাইন ওয়ার্কারদের জন্য থাকছে অতিরিক্ত সুবিধা। ডাক্তার, স্বাস্থ্যকর্মী, জরুরি পরিষেবা প্রদানকারী ও পুলিশকর্মীরা এই অফারের অন্তর্ভুক্ত।
এই স্কিমের মাধ্যমে Tata Motors আবারও প্রমাণ করল যে, তারা শুধুমাত্র গাড়ি বিক্রেতা নয়, বরং জনমানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এক কার্যকরী সঙ্গী।