Read In
Whatsapp
Advertisement

KTM এবং Pulsar এর বাজার মারতে হাজির Yamaha এর নতুন MT-15, ধাসু লুকের সাথে পাবেন দমদার ইঞ্জিন

Yamaha এর Sport Bike গুলোর বাজারে ব্যপক বিক্রি হয়। নানান শক্তিশালী বাইক এনেছে কোম্পানি। কিছুসময় আগেই Yamaha তাদের নতুন R15 লঞ্চ করে। আর R15 এর ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে…

Published By: Ritwik | Published On:
Advertisements

Yamaha এর Sport Bike গুলোর বাজারে ব্যপক বিক্রি হয়। নানান শক্তিশালী বাইক এনেছে কোম্পানি। কিছুসময় আগেই Yamaha তাদের নতুন R15 লঞ্চ করে। আর R15 এর ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে বাইকটির ন্যাকেড স্ট্রিট ফাইটার ভার্সন Yamaha MT-15 V2। রিয়েল ড্রাইভিং এমিশন (RDE) এর সাথে নতুন MT-15 কেমন হয়েছে দেখে নিন।

Advertisements

ফিচারস : Yamaha নতুন MT-15 V2.0 বাইকটি ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমের সাথে আসে বাজারে। নতুন MT-15 এ খুবই Aggressive Throttle input দেওয়া হয়েছে। অর্থাৎ গতি তোলার ক্ষেত্রে আর কোনো সমস্যাই থাকবেনা চালকদের। নতুন ভার্সনে Accelerator এবং ইঞ্জিনের মধ্যেকার input-output ও বেড়েছে অনেকখানি। ফলে সহজেই গতি তুলতে পারেন আপনি।

#Recommended
Activa এবং Jupiter এর বাজার দখল করতে আসছে Yamaha-র নতুন ম্যাক্সি ডিজাই
লঞ্চ হয়ে গেল নতুন Hero Mavrick, 2 লাখেরও কম দামেই মিলছে শক্তিশালী 440
KTM কে ধুলোয় মিশিয়ে দেবে Yamaha-র এই বাইক, বাজেট অপশনে পেয়ে যাচ্ছেন
Activa বা Jupiter নয়, নতুন বছরে বাজার দখল করতে চলেছে Yamaha-র নতুন ম্
KTM বা Pulsar নয়, নতুন বছরে বাজারে ধামাল মাচাবে Yamaha এর নতুন বাইক
Hero Mavrick : হিরো লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ বাইক, বুকিং শুরু হচ্ছে এ
Hybrid Scooter : বাজারে এল হাইব্রিড স্কুটার, শক্তিশালী ইঞ্জিনের সাথে প
কামাল করল হোন্ডার এই বাইক, কম দামেই থাকছে দূর্দান্ত ফিচারস
নতুন Honda SP 160 কেনবার কথা ভাবছেন? মাসগেলে কত খরচ হবে দেখে নিন
আর দেরি নয়, এইদিন বাজারে কামব্যাক করছে নস্টালজিয়াতে মোড়া Yamaha RX

ইঞ্জিন : নতুন Yamaha MT-15 এ একটি 155 সিসির সিঙ্গেল-সিলিন্ডার VVA লিকুইড-কুলড, 4-স্ট্রোক, SOHC সহ 4-ভালভ ইঞ্জিন থাকবে যা 10,000 rpm-এ সর্বোচ্চ 18.1 bhp এবং 7,500 rpm এ 14.2 Nm পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম।

মাইলেজ : শক্তিশালী ইঞ্জিন থাকায় পারফরম্যান্স মেলে ঠিকই, কিন্তু মাইলেজও কম নেই। Yamaha MT 15 V2 বাইকে ARAI সার্টিফায়েড 45kmpl এর মাইলেজ পাওয়া যায়।

অতিরিক্ত ফিচারস : ডিজিট্যাল ইন্সট্রুমেন্ট কনসোল থাকছে। সেখানে ব্লুটুথ সংযোগ থেকে ফোন অ্যালার্ট, ইমেল এবং এসএমএস অ্যালার্ট, স্মার্টফোনের ব্যাটারি লেভেল সহ বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে সেখানে। এছাড়া টার্ন-বাই-টার্ন নেভিগেশনও দেখতে পাওয়া যাবে এই বাইকে। ব্রেকিংয়ের জন্য মিলবে ডুয়াল চ্যানেল ABS।

দাম : নতুন Yamaha MT-15 বাইকটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 1.65 লক্ষ টাকা থেকে। এই দাম এবং ফিচারস Bajaj Pulsar এবং বিশেষ করে KTM কে বড় চ্যালেঞ্জ জানাবে।