Read In
Whatsapp
Advertisement

নতুন Honda SP 160 কেনবার কথা ভাবছেন? মাসগেলে কত খরচ হবে দেখে নিন

গত দুর্গাপুজোর সময়ই বাজারে আসে নতুন Honda SP 160। মূলত SP সিরিজের SP 125 এর সাফল্য দেখে গাড়িটির 160 সিসি ভার্সন নিয়ে আসে Honda। নতুন SP 160 তৈরি হয়েছে জনপ্রিয়…

Published By: Ritwik | Published On:
Advertisements

গত দুর্গাপুজোর সময়ই বাজারে আসে নতুন Honda SP 160। মূলত SP সিরিজের SP 125 এর সাফল্য দেখে গাড়িটির 160 সিসি ভার্সন নিয়ে আসে Honda। নতুন SP 160 তৈরি হয়েছে জনপ্রিয় ইউনিকর্ন 160 প্ল্যাটফর্মের ওপর। কিন্তু সেখানে রয়েছে নতুন লুক এবং একগুচ্ছ ফিচারস। আজ আমরা দেখে নেবো বাইকটি কেমন এবং তা চালানোর জন্য কত তেল খরচ হবে আপনার।

Advertisements

Honda SP 160 এর ফিচারস
Honda SP 160 গাড়িতে থাকছে 162.7 সিসির ওয়ান সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন 7,500 rpm-এ সর্বোচ্চ 13.27 hp শক্তি এবং 5,500 rpm-এ 14.58 Nm পিক টর্ক তৈরি করতে সক্ষম। পাঁচ গতির ট্রান্সমিশনের সাথে যুক্ত থাকবে ইঞ্জিনটি। SP 160 বাইকে মোট 12 লিটারের ফুয়েল ট্যাংক রয়েছে।

#Recommended
লঞ্চ হয়ে গেল নতুন Hero Mavrick, 2 লাখেরও কম দামেই মিলছে শক্তিশালী 440
বাজারে এল Pulsar N150 এবং N160 এর নতুন ভার্সন, দেখুন কত দামে বাইক লঞ্চ
KTM বা Pulsar নয়, নতুন বছরে বাজারে ধামাল মাচাবে Yamaha এর নতুন বাইক
Hero Mavrick : হিরো লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ বাইক, বুকিং শুরু হচ্ছে এ
কামাল করল হোন্ডার এই বাইক, কম দামেই থাকছে দূর্দান্ত ফিচারস
মাত্র 20 হাজারেই বাড়ি নিয়ে যান নতুন Honda Shine 100, দেখে নিন কি করত
আর দেরি নয়, এইদিন বাজারে কামব্যাক করছে নস্টালজিয়াতে মোড়া Yamaha RX
খতরনাক লুক সহ ধাসু ইঞ্জিন, Yamaha-র এই বাইকে সাধ্যের মধ্যেই থাকছে সমস্
বছরের শুরুতেই আসছে নতুন Ninja, বাজার কাঁপাতে তৈরী Kawasaki
গেম চেঞ্জিং বাইক নিয়ে এল হোন্ডা! দাম এবং ফিচারস সাধ্যের মধ্যেই, মাইলে

এছাড়া SP 160 তে থাকছে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS), ডুয়াল ডিস্ক ব্রেক, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ডিজিটাল স্পিডোমিটার, ট্রিপমিটারম, গিয়ার ইন্ডিকেটর, LED লাইটের মতো ফিচার্স। উল্লেখ্য যে, বাইকটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 1.18 লক্ষ টাকা থেকে।

বাইকের মাইলেজ এবং তেল খরচ কেমন?
Honda SP 160 এর ARAI সার্টিফায়েড মাইলেজ 50 kmpl। বর্তমানে প্রতি লিটার তেলের দাম রয়েছে 100 টাকার আশেপাশে। এখন আপনি যদি মাসে 25 দিনও বাইক চালান তাহলে তেল খরচ থাকবে 1000 টাকা মতো। যদিও আপনি কতদূর চালাচ্ছেন তার ওপর নির্ভর করবে আপনার মাসিক খরচ।