Read In
Whatsapp
Advertisement

চলতি মাসেই বাজারে আসছে নতুন Hero Karizma, কি কি ফিচার্স থাকছে? লঞ্চের আগেই ফাঁস তথ্য

খুব জলদিই বাজারে আসছে হিরোর নতুন মোটরসাইকেল। বাইকের প্রচার চালাচ্ছেন খোদ হৃতিক রোশন

Published By: Ritwik | Published On:
Advertisements

বাইকপ্রেমীদের পোয়া বারো, ফিরছে নতুন Karizma। খোদ বলিউড অভিনেতা হৃত্বিক রোশন নিজের সোশ্যাল মিডিয়াতে বাইকটি নিয়ে টিজ করেছেন। স্বভাবতই মানুষের মধ্যে বাইরে উচ্ছাস এই বাইকে। খবর আসছে আগামী 29 আগস্ট Hero Karizma XMR 210 বাইকটি আসছে বাজারে। তার আগে মোটরবাইক নিয়ে বেশ কিছু ফিচারস সামনে এসেছে। চলুন দেখে নেওয়া যাক কেমন হচ্ছে নয়া বাইক।

Advertisements

ইঞ্জিন : গাড়িটিতে 210 সিসির সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ ইঞ্জিন থাকবে। মোট 6 স্পিডের গিয়ারবক্স সমেত আসবে নতুন Karizma।

#Recommended
Honda বা TVS নয়, এবার বাজার কাঁপাচ্ছে Hero-র নতুন Xtreme 125R! কমিউটা
মাত্র 9 হাজারেই মিলবে নতুন দুই চাকা, হিরো দিচ্ছে সুপার অফার! ফায়দা নি
লঞ্চ হয়ে গেল নতুন Hero Mavrick, 2 লাখেরও কম দামেই মিলছে শক্তিশালী 440
দৈনন্দিন চালানোর খরচ মাত্র 1 টাকা প্রতি কিমি! ইলেকট্রিক স্কুটারকে টক্ক
কমিউটার সেগমেন্টে সেরা হিরোর নতুন Xtreme 125R, থাকছে শক্তিশালী ইঞ্জিন
Hero Xtreme 125R Vs TVS Raider 125 : জমে ওঠেছে বাইকের বাজার, দুই বাইকে
Hero Mavrick 440 : লঞ্চ হয়ে গেল হিরোর সবচেয়ে শক্তিশালী বাইক, বুকিং শ
160CC Bike : 160 সিসি সেগমেন্টে স্পোর্টিং বাইক চাইলে সেরা কোনটি? দেখে
Hero Xtreme 125R : 125 সিসি সেগমেন্টে বাজারে ধামাল মাচাবে হিরোর নতুন ব
Hero Splendor Electric : তেল নয় এবার বিদ্যুতেই ছুটবে নতুন Splendor, ম

ফিচারস : থাকছে LCD ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ডিজিটাল স্পিডোমিটার, ইন্ডিকেটর ইত্যাদি সহ LED লাইটিং, টেলিস্কপিক ফ্রন্ট ফর্ক এবং প্রি-লোড অ্যাডজাস্টেবেল মনোশক সাসপেনশন। 17 ইঞ্চির অ্যালয় হুইল দেখতে পাবেন এই বাইকে।

সুরক্ষা : Karizma XMR 210 গাড়িতে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS) থাকছে। যদিও টপ ভেরিয়েন্টেই ডুয়াল চ্যানেল সিস্টেম মিলবে, অন্যান্য ভার্সনে আপনি সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম মিলবে।

ডিজাইন : নয়া স্পোর্টি ডিজাইন ক্রেতাদের বেশ আকৃষ্ট করবে। যদিও অন্যান্য বাইকের মতো বাঁকা ভঙ্গিতে নয় বরং বেশ সোজা ভাবেই আরামে বসে বাইক চালাতে পারেন। তীক্ষ্ণ স্টাইলিশ ডিজাইন সহ দ্রুত গতির বাইকটি কিন্তু সাধ্যের মধ্যেই দাম থাকতে পারে।

দাম : বাইকটির দাম ঘোষণা করেনি Hero। এখনো প্রি বুকিংও শুরু করেনি কোম্পানি। তবে সম্ভাব্য দাম থাকতে পারে 2 লক্ষ টাকার আশেপাশে।

উল্লেখ্য, বাইকটির প্রচারের কাজ চালাচ্ছেন খোদ বলি অভিনেতা হৃতিক রোশন। এখন দেখার কেমন হয় বাইকটি।