Read In
Whatsapp

Royal Enfield নয়, এবার বাইকের বাজার মাত করবে এই কোম্পানি! শীঘ্রই আসছে তুখোড় এই বাইক

মস্ত Comeback করেছে এই কোম্পানি, নতুন Bobber স্টাইলের বাইক বাজার কাঁপাবে!

Advertisements

সদ্যই নতুন বাইকের ঘোষণা করেছে Jawa Yezdi। লেটেস্ট BS-6 স্টেজ-2 স্ট্যান্ডার্ড মেনেই ইঞ্জিনে পরিবর্তন এনেছে কোম্পানি। রাইডারদের সুবিধার জন্য সেখানে একগুচ্ছ নতুন আপডেট এসেছে। নতুন চমক নিয়েই বাজারে ফিরছে Jawa বাইকটি। তাহলে প্রতিযোগিতায় কেমন অবস্থানে রয়েছে দেখে নেওয়া যাক চলুন। Royal Enfield নয়, এবার বাইকের বাজার মাত করবে এই কোম্পানি! শীঘ্রই আসছে তুখোড় এই বাইক

1 সেপ্টেম্বরই বাজারে এসেছে Bullet 350, আর এই বাইকের দাম রয়েছে 1.73 লক্ষ টাকা। কদিন আগেই Jawa কোম্পানিটির মুখ্য প্রতিদ্বন্দ্বী Royal Enfield Bullet 350 বাইকের নতুন ভার্সন এসেছে। সাথে কদিন আগেই HD X440 এবং ট্রায়াম্ফ Speed 400 বাইকটিও এসেছে বাজারে। সব মিলিয়ে প্রিমিয়াম সেগমেন্টে প্রতিযোগিতার সংখ্যা বেড়েছে বেশ অনেকটা।

Advertisements

Royal Enfield নয়, এবার বাইকের বাজার মাত করবে এই কোম্পানি! শীঘ্রই আসছে তুখোড় এই বাইক

ইঞ্জিন : নতুন Jawa বাইকে থাকছে 334 সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন। সেটি সর্বোচ্চ 30.22 হর্সপাওয়ার এবং 32.74 এনএম টর্ক তৈরি করতে সক্ষম। আরামে চালানোর জন্য থাকবে স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ।Royal Enfield নয়, এবার বাইকের বাজার মাত করবে এই কোম্পানি! শীঘ্রই আসছে তুখোড় এই বাইক

ফিচারস : ব্রেকিং সাসপেনশনে পরিবর্তন এলেও নতুন কি ফিচারস যোগ হচ্ছে তা এখনো তেমন কিছু জানা যায়নি। তবে Jawa Bobber 42 তে মাল্টি স্পোক অ্যালয় হুইল গাড়িটির লুক অনেকখানি বাড়িয়ে দেয়। ব্রেকিংয়ের জন্য দুই চাকাতেই ডিস্ক ব্রেক ও ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে।

Royal Enfield নয়, এবার বাইকের বাজার মাত করবে এই কোম্পানি! শীঘ্রই আসছে তুখোড় এই বাইক

দাম : Jawa 42 Bobber বাইকটির এক্স শোরুম দাম রয়েছে 2.13 লক্ষ টাকা। উল্লেখ্য যে, বাইকটি ঠিক কবে লঞ্চ হচ্ছে সেই সম্বন্ধে কিছুই জানা যায়নি।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.