Read In
Whatsapp
Advertisement

Royal Enfield-র বাজার ধ্বংস করতে আসছে নয়া Yamaha RX 100! দেখুন দাম কত

৯০ এর স্মৃতির সাথে কামব্যাক করছে RX 100, নতুন ডিজাইন এবং মাইলেজের সামনে পাত্তা পাবেনা RE এবং Jawa

Published By: Ritwik | Published On:
Advertisements

ভারতের বাজারে বিপুল জনপ্রিয় Yamaha RX 100। 90 এর দশকের এই বাইক আজও সমান জনপ্রিয় মানুষের মধ্যে। পুরোনো এই বাইক নিয়ে আজও অটো প্রেমীদের মধ্যে চর্চা চলতে থাকে। আম-জনতার এই গাড়ির প্রতি ভালোবাসা দেখে বাইকটিকে পুনরায় বাজারে ফিরিয়ে আনছে Yamaha। শীঘ্রই একদম নতুন লুকে ভারতের বাজারে আসছে RX 100!

Advertisements

1985 সালে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করে RX 100। এরপর 1996 সালে বাইকটিকে নতুন ডিজাইনের সাথে পুনরায় লঞ্চ করা হয়। আর আজ দীর্ঘ ২৭ বছর পর আবারও বাইকটি কামব্যাক করতে চলেছে। নস্টালজিক বাইকটির লঞ্চ হওয়ার কথা ঘোষণা হওয়ার পর থেকেই আলোচনা চলছে সেই নিয়ে। নতুন যে ডিজাইন সামনে আসছে তাও বেশ পছন্দের হয়ে ওঠছে।

#Recommended

নতুন বাইকটি আরো শক্তিশালী এবং আকর্ষণীয় হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী নতুন Yamaha RX100 বাইকে বড় এবং আরও শক্তিশালী ফুয়েল-ইনজেক্টেড পেট্রোল ইঞ্জিনের সাথে আসবে। নতুন শক্তিশালী ইঞ্জিন দেওয়া হবে এই বাইককে। এই ইঞ্জিনটি 11 PS শক্তি এবং 10.39 Nm টর্ক উৎপন্ন করবে। বাইকে থাকবে LED ডেটাইম রানিং লাইট (DRL), ইলেকট্রিক স্টার্ট এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের মতো নতুন বৈশিষ্ট্য।

যদিও বাইকের দাম নিয়ে Yamaha এখনো কিছুই জানায়নি। তবে বিভিন্ন বিশেষজ্ঞের দল বাইকটির দাম নিয়ে কিছু ধারণা প্রকাশ করেছেন। 125 সিসি থেকে 200 সিসি পর্যন্ত বিভিন্ন আকারের বাইক নিয়ে হাজির Yamaha। আশা করা যাচ্ছে 2025 এর শুরুতে বাইকটিকে নতুন রূপে দেখা যাবে। গাড়িটির দাম 1.40 লক্ষ টাকা থেকে 1.5 লক্ষ টাকার মধ্যেই থাকায় সম্ভাবনা রয়েছে।