Read In
Whatsapp
Advertisement

Honda CD110 : কম দামে জম্পেশ মাইলেজ দেওয়া বাইক নিয়ে এলো হোন্ডা, অফিস যাওয়ার জন্য আদর্শ এই গাড়ি

নতুন CD 110 এ পেয়ে যাবেন এত ফিচারস, মাত্র এই দামেই দূর্দান্ত বাইক লঞ্চ করেছে হোন্ডা

Published By: Ritwik | Published On:
Advertisements

হোন্ডা মোটরস ভারতে সম্প্রতি তাদের CD110 বাইকের 2023 মডেল লঞ্চ করেছে। হোন্ডার স্পেশ্যাল 10 বছরের ওয়ারেন্টির সাথে আসে গাড়িটি। বাজারে গাড়িটি যে দামে লঞ্চ হয়েছে তাতে সেটি Hero Motocorp এর HF Deluxe এর সাথে জোর টক্কর দেয়। সাশ্রয়ী এই মোটরবাইকে কী ফিচারস এবং দাম রয়েছে তা নিম্নে উল্লেখ করা হলো।

Advertisements

Honda CD 110 বাইকে , 5-স্পোক সিলভার অ্যালয় হুইল, ইকুয়ালাইজার সহ কম্বি-ব্রেক সিস্টেম (CBS), ইঞ্জিন স্টার্ট/স্টপ সুইচ এবং সাইড স্ট্যান্ড ইঞ্জিন ইনহিবিটর সহ CD 110 Dream Deluxe ভেরিয়েন্টে আধুনিক ভিসার এবং ফেন্ডারের পাশাপাশি স্টাইলিশ গ্রাফিক্সও উপস্থিত রয়েছে।

#Recommended
Aprilia RS 457 : ভারতে তৈরি স্পোর্টস বাইক রপ্তানী হচ্ছে ইংল্যান্ডে, দু
Honda বা TVS নয়, এবার বাজার কাঁপাচ্ছে Hero-র নতুন Xtreme 125R! কমিউটা
KTM কে ধুলোয় মিশিয়ে দেবে Yamaha-র এই বাইক, বাজেট অপশনে পেয়ে যাচ্ছেন
বাজারে এল Pulsar N150 এবং N160 এর নতুন ভার্সন, দেখুন কত দামে বাইক লঞ্চ
কমিউটার সেগমেন্টে সেরা হিরোর নতুন Xtreme 125R, থাকছে শক্তিশালী ইঞ্জিন
কামাল করল হোন্ডার এই বাইক, কম দামেই থাকছে দূর্দান্ত ফিচারস
মাত্র 20 হাজারেই বাড়ি নিয়ে যান নতুন Honda Shine 100, দেখে নিন কি করত
নতুন Honda SP 160 কেনবার কথা ভাবছেন? মাসগেলে কত খরচ হবে দেখে নিন
আর দেরি নয়, এইদিন বাজারে কামব্যাক করছে নস্টালজিয়াতে মোড়া Yamaha RX
গেম চেঞ্জিং বাইক নিয়ে এল হোন্ডা! দাম এবং ফিচারস সাধ্যের মধ্যেই, মাইলে

বাইকে হাই-কোয়ালিটির টিউবলেস টায়ার সহ ডিসি হেডল্যাম্প রয়েছে। গাড়িকে শক্তি জোগানোর জন্য উন্নত স্মার্ট পাওয়ার (eSP) এবং ACG মোটর সহ PGM-FI ইঞ্জিন রয়েছে। গাড়িটি 7,500 rpm এ মোট 8.7 bhp-এর শক্তি এবং 5,550 rpm-এ 9.30 Nm-এর সর্বোচ্চ টর্ক তৈরি করে। 4-গতির গিয়ারবক্সের সাথে বাজারে লঞ্চ হয়েছে CD 110।

Honda CD 110 গাড়িটির প্রারম্ভিক এক্স-শোরুম দাম রয়েছে 73,400 টাকা। 3 বছরের ওয়ারেন্টি প্যাকেজ থাকলেও সেটিকে 10 বছর পর্যন্ত বাড়াতে পারবেন। এক্ষেত্রে 7 বছরের ওয়ারেন্টি এক্সটেন্ড করতে পারেন। কিন্তু এজন্য আপনাকে অতিরিক্ত খরচ করতে হবে। প্রসঙ্গত, বাজেটের মধ্যেই আপনি শক্তি, কমফোর্ট এবং মাইলেজের অসাধারণ কম্বো পেয়ে যাবেন। এই গাড়ি ১ লিটারে ৬৫ কিমি পর্যন্ত ছুটতে পারে।