Read In
Whatsapp
Advertisement

বাইকপ্রেমীদের জন্য সুখবর! শীঘ্রই বাজারে আসতে চলেছে Kawasaki Eliminator 450, জেনে নিন বিস্তারিত

নয়া বাইক লঞ্চ করল কাওয়াসাকি। শীঘ্রই বাজার কাঁপাতে চলেছে Kawasaki Eliminator 450

Published By: Ritwik | Published On:
Advertisements

সম্প্রতি একটি নতুন বাইক লঞ্চ করতে চলেছে কাওয়াসাকি। খুব সম্ভবত গোয়ার আসন্ন অনুষ্ঠান ইন্ডিয়া বাইক উইক ২০২৩ তে লঞ্চ হবে এই গাড়ি। ইতিমধ্যেই সামনে এসেছে বাইকটির চাকার নকশা, সামনের ডিস্ক এবং ওভারঅল সিলুয়েট। যা কাওয়াসাকি এলিমিনেটর 450 এর সাথে মিলে যায়। উল্লেখ্য, এলিমিনেটর 450 হতে চলেছে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ক্রুজার হতে চলেছে এই বাইক।

Advertisements

প্রসঙ্গত উল্লেখ্য, জাপানি ব্র্যান্ডের ‘এলিমিনেটর’ এই নেমপ্লেটটি প্রায় দুই দশকেরও বেশি সময় পর ভারতে ফিরছে। উল্লেখ্য, প্রাথমিকভাবে এলিমিনেটর ছিল কম ক্ষমতা সম্পন্ন ক্রুজার। যা ২০০১ সালে বাজাজের সাথে যৌথভাবে বাজারে এসেছিল‌। তবে কাওয়াসাকি-বাজাজের অংশীদারত্ব শেষ হয়ে যাওয়ার পর এলিমিনেটরকে বাজাজ অ্যাভেঞ্জার হিসাবে ফেরানো হয়।

জানিয়ে রাখি, কাওয়াসাকি এলিমিনেটর 450 একটি নতুন 451cc ইঞ্জিন দ্বারা চালিত যা 9000rpm-এ 45.4PS এবং 6000rpm-এ 42.6Nm উৎপাদন করে। এবং এটি একটি 6-স্পীড গিয়ারবক্সের সাথে যুক্ত। ক্রুজারটি সামনের দিকে রয়েছে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনের দিকে রয়েছে twin shocks।

এছাড়াও অন্যান্য ফিচার্সের কথা বললে, এলিমিনেটরে রয়েছে ব্রেকিং ডিউটি ডুয়াল-চ্যানেল ABS সহ একটি 310 মিমি ফ্রন্ট ডিস্ক এবং একটি 240 মিমি রিয়ার ডিস্ক। অন্যদিকে বাইকটিতে রয়েছে 18-ইঞ্চি ফ্রন্ট এবং 16-ইঞ্চি রিয়ার অ্যালয় হুইল। যা 130-সেকশনের সামনে এবং 150-সেকশনের পিছনের টিউবলেস টায়ারের সাথে লাগানো হয়েছে। সবথেকে আকর্ষনীয় বিষয় হল, বাইকটির ওজন মাত্র 176 কেজি ওজন।

ক্রুজারটির দাম : বিভিন্ন টেক মিডিয়ার খবর অনুযায়ী, এই ক্রুজারটির দাম প্রায় 5.6 লক্ষ টাকা (এক্স শোরুম)। যেখানে Kawasaki Ninja 400-এর দাম 5,24,000 টাকা যেখানে Kawasaki Z650-এর দাম 6,59,000 টাকা (এক্স শোরুম)। এবং 450cc ক্রুজার সেগমেন্টের অন্যতম হালকা ওজনের মোটরসাইকেল হতে চলেছে এটি।