Read In
Whatsapp

থারকেও বাজিমাৎ দেবে নতুন Bolero, শীঘ্রই বাজার কাঁপাবে মাহিন্দ্রার নতুন গাড়ি

মাহিন্দ্রা শীঘ্রই বড় গাড়ির বাজারে পরিবর্তন আনতে চলেছে। 6 সিটার, 7 সিটার এবং 9 সিটার সেগমেন্টে নতুন SUV নিয়ে আসছে কোম্পানি। এদের মধ্যে সবথেকে বেশি প্রত্যাশিত গাড়ির একটি Bolero Neo…

Advertisements

মাহিন্দ্রা শীঘ্রই বড় গাড়ির বাজারে পরিবর্তন আনতে চলেছে। 6 সিটার, 7 সিটার এবং 9 সিটার সেগমেন্টে নতুন SUV নিয়ে আসছে কোম্পানি। এদের মধ্যে সবথেকে বেশি প্রত্যাশিত গাড়ির একটি Bolero Neo Plus। যা বড় পরিবারের জন্য আদর্শ গাড়ি হয়ে উঠতে চলেছে। যদিও Bolero Neo Plus এর আনুষ্ঠানিক লঞ্চের তারিখ সম্পর্কে কিছুই ঘোষণা করেনি Mahindra। তবে এই নিয়ে কিছু তথ্য জানা যাচ্ছে, আর সেটাই আজ আমরা আপনাদের জানাতে চলেছি। থারকেও বাজিমাৎ দেবে নতুন Bolero, শীঘ্রই বাজার কাঁপাবে মাহিন্দ্রার নতুন গাড়ি

বোলেরো নিও প্লাসের ডিজাইন এবং বৈশিষ্ট্য

Advertisements

1) বোলেরো নিও প্লাস গাড়িতে LED লাইট এবং একটি 7 ইঞ্চি টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম সহ দুর্দান্ত ডিজাইন থাকছে।

2) অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে সেন্ট্রাল লকিং, পাওয়ার উইন্ডোজ, এয়ার কন্ডিশনার, ডুয়াল এয়ারব্যাগ এবং 16 ইঞ্চির অ্যালয় হুইল।

থারকেও বাজিমাৎ দেবে নতুন Bolero, শীঘ্রই বাজার কাঁপাবে মাহিন্দ্রার নতুন গাড়ি

3) গাড়িকে শক্তি জোগাবে একটি 2.2-লিটার mHawk ডিজেল ইঞ্জিন। এই ইঞ্জিন 6-স্পীড ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে সংযুক্ত থাকবে যা মোট 120bhp শক্তি উৎপন্ন করতে সক্ষম।

 

4) Bolero Neo Plus-এর এক্স-শোরুম দাম শুরু হচ্ছে 10 লক্ষ টাকা থেকে।

থারকেও বাজিমাৎ দেবে নতুন Bolero, শীঘ্রই বাজার কাঁপাবে মাহিন্দ্রার নতুন গাড়ি

Mahindra Bolero Neo Plus ছাড়াও আগামী বছর একটি 6 সিটার গাড়ি XUV700 লঞ্চ করার পরিকল্পনা করছে৷ নতুন XUV 700 এর টেস্টিং চলছে এবং সেটি আগামী বছরই বাজারে আসতে পারে। তবে XUV 700 এর আগে Bolero Neo Plus বাজারে আনবে Mahindra।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.