Read In
Whatsapp

2024 সালে লঞ্চ হচ্ছে নতুন Creta EV, সম্ভাব্য মাইলেজ এবং দাম দেখে নিন

ধীরে ধীরে বাজারে বাড়ছে বৈদ্যুতিক গাড়ির সংখ্যা। আর তাই স্বাভাবিক ভাবেই নানান কোম্পানি তাদের বিদ্যুৎ চালিত গাড়ি নিয়ে আসছে এই বাজারে। Hyundai এর Creta এই সেগমেন্টের বহুল পরিচিত একটি গাড়ি।…

Advertisements

ধীরে ধীরে বাজারে বাড়ছে বৈদ্যুতিক গাড়ির সংখ্যা। আর তাই স্বাভাবিক ভাবেই নানান কোম্পানি তাদের বিদ্যুৎ চালিত গাড়ি নিয়ে আসছে এই বাজারে। Hyundai এর Creta এই সেগমেন্টের বহুল পরিচিত একটি গাড়ি। অন্যান্য গাড়ির তুলনায় এটির বিক্রিও বেশি। রিপোর্ট আসছে 2024 সাল নাগাদ Creta এর EV লঞ্চ করতে পারে Hyundai। 2024 সালে লঞ্চ হচ্ছে নতুন Creta EV, সম্ভাব্য মাইলেজ এবং দাম দেখে নিন

আগামী 2024 সালে প্রথমবারের জন্য সামনে আসবে Hyundai EV। এরপর আগামী 2025 সালের দিকে গাড়িটি বাজারে লঞ্চ করার জন্য তৈরি করা হবে। Creta EV বাজারে লড়াই করবে MG Zs এবং Maruti eVX এর সাথে। ইলেক্ট্রিক অবতারে গাড়িটি আগের থেকে অনেক বেশি পেশীবহুল হতে চলেছে। চলুন গাড়িটি নিয়ে আর কি কি তথ্য জানা যাচ্ছে দেখে নেওয়া যাক।

Advertisements

2024 সালে লঞ্চ হচ্ছে নতুন Creta EV, সম্ভাব্য মাইলেজ এবং দাম দেখে নিন

রিপোর্ট অনুযায়ী, Hyundai Creta EV তে 45 kWh ব্যাটারি প্যাক থাকবে। নতুন ব্যাটারির সাথে গাড়িতে থাকবে 138 hp এর একটি উচ্চ ক্ষমতার মোটর। 45 kWh এর ব্যাটারি প্যাক মোট 415 কিমি মাইলেজ দিতে সক্ষম হবে। Creta EV এর লুক সম্পর্কে এক্ষুনি কিছু জানা যায়নি। বিষয়টি সম্পর্কে অধিক জানতে আগামী 16 জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। তখনই গাড়িটির আপডেটেড ভার্সন লঞ্চ হবে।

2024 সালে লঞ্চ হচ্ছে নতুন Creta EV, সম্ভাব্য মাইলেজ এবং দাম দেখে নিন

Hyundai Creta EV-তে দুটি ব্যাটারি প্যাক থাকবে। বড় আকারের ব্যাটারি প্যাকটির ক্ষমতা হতে চলেছে 60 kWh। অনুমান করা হচ্ছে এই ভার্সনের দাম হতে চলেছে 25 লক্ষ টাকা। Creta কে আপাতত বড় লড়াই দেবে MG Zs EV। একবার চার্জে এই গাড়িতে 461 কিমি মাইলেজ পাওয়া যায়। 22.8 লক্ষ টাকার এক্স শোরুম দামের সাথে Creta EV এর সাথে জোর টক্কর হবে MG Zs এর।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.