ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে নতুন উত্তেজনা। দেশের অন্যতম বৃহৎ অটোমোবাইল নির্মাতা মাহিন্দ্রা আগামী দু’বছরের মধ্যে বাজারে আনতে চলেছে পাঁচটি নতুন ইলেকট্রিক ভেহিকল (EV)। পরিবেশবান্ধব ও শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি এই মডেলগুলি ভারতের বিভিন্ন ক্রেতাদের চাহিদা পূরণে সক্ষম বলে মনে করা হচ্ছে। মাহিন্দ্রা জানিয়েছে, ২০২৫ থেকে ২০২৬ সালের মধ্যে ধাপে ধাপে এই মডেলগুলি বাজারে আনা হবে। প্রত্যেকটি গাড়িই আধুনিক প্রযুক্তিনির্ভর, শক্তিশালী ব্যাটারি যুক্ত এবং দীর্ঘ রেঞ্জের সুবিধাযুক্ত।
Mahindra XEV 7e
মাহিন্দ্রার এই মিড-সাইজ ইলেকট্রিক SUV গাড়িটি তৈরি হবে কোম্পানির আধুনিক INGLO (Indian Global) প্ল্যাটফর্মে। এর ডিজাইন হবে অ্যারোডাইনামিক এবং আধুনিক ইউরোপিয়ান স্টাইলের।প্রযুক্তিগত দিক থেকে, এতে থাকছে একটি শক্তিশালী ব্যাটারি প্যাক যা প্রায় ৪৫০ থেকে ৫০০ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। গাড়িটিতে থাকবে ফাস্ট চার্জিং সুবিধা, অ্যাডভান্সড ADAS (Advanced Driver Assistance Systems), এবং কানেক্টেড কার টেকনোলজি। ভিতরে থাকবে প্রিমিয়াম ফিনিশ, বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ও ওভার-দ্য-এয়ার (OTA) সফটওয়্যার আপডেটের সুবিধা। এই মডেলটি মূলত শহুরে ও হাইওয়ে ট্র্যাভেলের জন্য ডিজাইন করা হয়েছে।
Mahindra XUV 3XO EV
এই গাড়িটি হচ্ছে XUV 3XO-র ইলেকট্রিক ভার্সন যা XUV400-র নিচে অবস্থান করবে। এটি আসবে দুই ধরনের ব্যাটারি প্যাক সহ, যার ফলে ক্রেতারা নিজের প্রয়োজন অনুযায়ী রেঞ্জ বেছে নিতে পারবেন – আনুমানিক ৪০০ থেকে ৪৫০ কিমি। ডিজাইন ও ইন্টেরিয়র: গাড়ির ভিতরে থাকছে উন্নত কনট্রোল ইউনিট, ক্রিস্প ডিজিটাল ডিসপ্লে, অ্যাম্বিয়েন্ট লাইটিং ও ওয়্যারলেস চার্জিং। কমপ্যাক্ট SUV সেগমেন্টে এটি একটি জনপ্রিয় পছন্দ হয়ে উঠতে পারে, বিশেষ করে যারা আধুনিক প্রযুক্তির সাশ্রয়ী EV খুঁজছেন।
Mahindra Thar Electric
মাহিন্দ্রার জনপ্রিয় অফ-রোড SUV Thar এবার ইলেকট্রিক রূপে আসছে। INGLO প্ল্যাটফর্মে তৈরি এই গাড়িটি মূলত রগড়ে চলা রাস্তা, পাহাড়ি অঞ্চল ও অফ-রোডিং প্রেমীদের জন্য উপযুক্ত। ড্রাইভিং কনফিগারেশন: এতে থাকবে Rear-Wheel Drive (RWD) ও All-Wheel Drive (AWD) – উভয় বিকল্প। রেঞ্জ হবে শক্তিশালী ব্যাটারির মাধ্যমে আনুমানিক ৪০০–৪৫০ কিমি। ইন্টেরিয়র ডিজাইন থাকবে রগড এবং ওয়াটার-রেজিস্ট্যান্ট, যাতে অ্যাডভেঞ্চার জার্নির সময়ও কোনো সমস্যা না হয়। ইনফোটেইনমেন্ট ও ন্যাভিগেশন ব্যবস্থা থাকবে জিপিএস যুক্ত ও অফ-রোড ম্যাপ সাপোর্ট সহ।
Mahindra Bolero Electric
মাহিন্দ্রার অন্যতম বিশ্বস্ত মডেল Bolero-র ইলেকট্রিক সংস্করণ আসছে মূলত গ্রামীণ ও আধা-শহুরে এলাকায় কাজের ভিত্তিতে ব্যবহার করার জন্য।গাড়িটিতে থাকবে কমপ্যাক্ট ও টাফ ডিজাইন, যাতে খারাপ রাস্তায় সহজে চলতে পারে। ব্যাটারি রেঞ্জ: আনুমানিক ৩০০–৩৫০ কিমি। ইনটেরিয়র থাকবে সাধারণ, রাবার ম্যাটিং, ওয়াটার-প্রুফ ফ্যাব্রিক সিট এবং বেসিক ইনফোটেইনমেন্ট সিস্টেম। এই গাড়িটি ট্যাক্সি, গ্রামীণ পরিবহন এবং সরকারি কাজে ব্যবহারের জন্য উপযুক্ত হতে পারে।
Mahindra Scorpio Electric
প্রিয় SUV Scorpio এবার পাওয়া যাবে বৈদ্যুতিক সংস্করণে, যা মূলত ৭-সিটার ফ্যামিলি গাড়ি হিসেবে ডিজাইন করা হচ্ছে। এই গাড়িটি থাকবে অধিক স্পেসিয়াস ও প্রিমিয়াম, যা শহর এবং দীর্ঘ যাত্রার জন্য পারফেক্ট। রেঞ্জ হবে আনুমানিক ৪০০–৪৫০ কিমি, সঙ্গে থাকবে ফাস্ট চার্জিং সাপোর্ট। ইন্টেরিয়রে থাকবে লেদার সিট, বড় টাচস্ক্রিন সিস্টেম, মাল্টি-জোন ক্লাইমেট কন্ট্রোল এবং হাই-টেক নিরাপত্তা ফিচার।
এই পাঁচটি গাড়ির মাধ্যমে মাহিন্দ্রা ভারতের ইলেকট্রিক যানবাহনের ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা নিতে চলেছে। বিভিন্ন রেঞ্জ ও সেগমেন্ট কভার করে কোম্পানি প্রমাণ করছে, তারা শুধুই শহরের নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলকেও ইলেকট্রিক রূপান্তরের অংশ করতে প্রস্তুত।