Read In
Whatsapp

7 আসনের ‘Toyota Rumion’ এবার আরো সস্তায়, আর দেরি না করে কিনে নিন লেটেস্ট কার

চাহিদা দারুণ, দামও সাধ্যের মধ্যেই। লম্বা ভিড় পড়েছে নতুন Rumion কেনার জন্য

Advertisements

SUV বাজারে বড়সড় প্রতিযোগিতা শুরু হতে চলেছে। এই সেগমেন্টে টয়োটা থেকে শুরু করে মাহিন্দ্রা, টাটা সবাই নিজেদের গাড়ি নিয়ে এসেছে। কিন্তু নতুন Toyota Rumion গাড়িটি বাজারে আসার পর প্রতিযোগিতা বহুখানি বেড়ে গিয়েছে। দীর্ঘ সময় পর লো বাজেট সেগমেন্টে ভালো মানের গাড়ি নিয়ে এসেছে Toyota। Rumion যে সেগমেন্টে আসে সেখানে গাড়িটির মুখ্য প্রতিদ্বন্দ্বী Mahindra Bolero। 7 আসনের ‘Toyota Rumion' এবার আরো সস্তায়, আর দেরি না করে কিনে নিন লেটেস্ট কার

Maruti Suzuki এর Ertiga প্ল্যাটফর্মে ওপর ভিত্তি করে তৈরি হয়েছে নতুন Rumion। কম সময়ের মধ্যেই রেকর্ড সংখ্যক Toyota Rumion বুকিং হয়। বর্তমানে এমন হয়েছে যে, Toyota তাদের Rumion এর জন্য বুকিং নেওয়া বন্ধ করে দিয়েছে। Ertiga এর রিব্যাজ সংস্করণ হলেও Toyota এর ওপর ভরসা করে গাড়িটি কিনতে লাইন দিচ্ছে আমজনতা।

Advertisements

7 আসনের নতুন Rumion কয়েকদিন হলো বাজারে এসেছে। পেট্রোল এবং CNG ভার্সনে উপলব্ধ Rumion। গাড়িতে 1.5 লিটার ইঞ্জিন রয়েছে যা মোট 102 hp শক্তি এবং 136.8 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। মোট 64.6 kw এর সর্বোচ্চ শক্তি উৎপন্ন করতে পারে Toyota Rumion এর ইঞ্জিন। 5 স্পিড ম্যানুয়াল এবং 6 স্পিড অটোমেটিক ট্রান্সমিশনের সাথে পেট্রোল ভার্সনে 20.51 কিমির মাইলজে পাওয়া যায়। 7 আসনের ‘Toyota Rumion' এবার আরো সস্তায়, আর দেরি না করে কিনে নিন লেটেস্ট কার

অতিরিক্ত ফিচারসের মধ্যে রয়েছে 17.78-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। রিমোট ক্লাইমেট কন্ট্রোল, স্মার্টওয়াচ কানেকটিভিটির মতো উন্নত বৈশিষ্ট্য। এয়ারব্যাগ, ইলেকট্রনিক ব্রেকফোর্স ডিস্ট্রিবিউশন (EBD), অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABD) এর মতো নিরাপত্তা বৈশিষ্ট্যও মজুদ রয়েছে।

10.29 লাখের এক্স-শোরুমে দামের সাথে বাজারে বড় প্রতিদ্বন্দ্বী রূপে উঠে এসেছে Toyota এর গাড়িটি। আর তাইতো এট ভিড় সেটি কেনার জন্য। Rumion 3 টি ভেরিয়েন্ট S, G, V তে কিনতে পারেন। একইসাথে 5টি রঙের সাথে বাজারে লঞ্চ হয়েছে। এগুলো হলো Spunky Blue, Cafe White, Enticing Silver, Iconic Grey এবং Rustic Brown।7 আসনের ‘Toyota Rumion' এবার আরো সস্তায়, আর দেরি না করে কিনে নিন লেটেস্ট কার

গাড়িটি কিন্তু বেশ সস্তায় কিনতে পারেন। দেখে নিন গাড়ির ফাইন্যান্স প্ল্যান:

এক্স-শোরুম দাম: টাকা 13.68 লক্ষ (VAT ভার্সন)
অন রোড দাম: Rs. 15.82 লক্ষ (দিল্লি)
মাসিক ইএমআই: টাকা 26,230
ডাউনপেমেন্ট: টাকা 3.16 লক্ষ
সুদের হার: 9%
ঋণের পরিমাণ: 12.66 লক্ষ
ঋণের মেয়াদ: 60 মাস

toyota rumion
toyota rumion

Toyota Rumion এর ভ্যারিয়েন্ট অনুযায়ী দাম দেখে নিন এখানে:-
ভেরিয়েন্ট————— দাম (INR)
SMT (পেট্রোল)———-10,29,000
SAT (পেট্রোল)———-11,89,000
GMT (পেট্রোল) ———-11,45,000
VMT (পেট্রোল)——— -12,18,000
VAT (পেট্রোল) ——-13,68,000
SMT (CNG) ———–11,24,000

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.