TRENDS
Advertisement

73,000 টাকা ছাড়ে ঘরে নিয়ে আসুন Mahindra-র এই খাতারনাক গাড়ি, রইলো ডিটেলস

গাড়ি কেনার কথা ভাবলে আপনার জন্য দারুণ খবর নিয়ে হাজির Mahindra। বিশেষ করে SUV তে বিরাট ছাড়ের ঘোষণা করেছে সংস্থাটি। Mahindra Thar, Marazzo, Bolero এমনকি নতুন XUV 300 এর ওপরেও…

Published By: Ritwik | Published On:

গাড়ি কেনার কথা ভাবলে আপনার জন্য দারুণ খবর নিয়ে হাজির Mahindra। বিশেষ করে SUV তে বিরাট ছাড়ের ঘোষণা করেছে সংস্থাটি। Mahindra Thar, Marazzo, Bolero এমনকি নতুন XUV 300 এর ওপরেও বিরাট ছাড়ের ঘোষণা করেছে সংস্থাটি। কিন্তু কত ছাড় পাবেন তাহলে? চলুন এক্ষুণি দেখে নেওয়া যাক।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

আপাতত জানা যাচ্ছে যে, Mahindra তাদের Powerful নতুন MPV Marazzo তে বিরাট 75,000 টাকার ছাড় দিয়েছে। গাড়িটির M2 ভ্যারিয়েন্টের ওপর 58,000 টাকা ছাড় পেয়ে যাবেন আপনি। M4+ এর ক্ষেত্রে ছাড় পাবেন 36000 টাকা পর্যন্ত।73,000 টাকা ছাড়ে ঘরে নিয়ে আসুন Mahindra-র এই খাতারনাক গাড়ি, রইলো ডিটেলস

Bolero-তে ছাড়ের অংক রয়েছে 60,000 টাকা পর্যন্ত। B4 ট্রিমে আপনি প্রায় 37,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। Mahindra XUV300 গাড়িতে 55,000 টাকা অবধি ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া গাড়িটির T-GDi ভেরিয়েন্টে আপনি মোট ছাড় পাবেন 20,000 টাকা মতো।

আপনাদের এক্ষেত্রে জানিয়ে রাখি যে, ছাড়ের অংকের মধ্যে রয়েছে নগদ ছাড় থেকে শুরু করে এক্সচেঞ্জ বোনাস এবং কর্পোরেট ডিসকাউন্ট। Thar গাড়িটি বাজারে 10 লাখের (ex showroom price) বাজেটে বিক্রি হয়। সেখানে 150bhp ক্ষমতা ও 320Nm টর্ক উৎপন্নকারী ইঞ্জিন উপস্থিত রয়েছে। MT এবং AMT ট্রান্সমিশনের সাথে আসে গাড়িটি।

About Author