Read In
Whatsapp

আগস্ট মাসে লাখখানেক গাড়ি বিক্রি হয়েছে বাজারে, দেশের শীর্ষ 10 গাড়ি এগুলোই

বেস্ট সেলিং 10টি গাড়ি এগুলোই, তালিকা দেখেছেন?

Advertisements

একগুচ্ছ কোম্পানি তাদের গাড়ি বিক্রি করে ভারতের বাজারে। এক্ষেত্রে অবশ্য মারুতি সুজুকি বাকিদের থেকে বেশ কিছুটা এগিয়ে। Maruti Suzuki এর একাধিক গাড়ি বেস্টসেলিং গাড়ির তালিকায় স্থান পেয়েছে। চলুন দেখে নেওয়া যাক আগস্ট মাসে বেস্ট সেলিং গাড়ি কোনগুলো।

1)Maruti Suzuki Swift: আগস্ট মাসে লাখখানেক গাড়ি বিক্রি হয়েছে বাজারে, দেশের শীর্ষ 10 গাড়ি এগুলোই Maruti Suzuki এর Swift গাড়িটি বিগত কয়েক বছর ধরেই বেস্ট সেলিং গাড়ির তালিকায় রয়েছে। আগস্ট মাসেও সেই রেকর্ড ধরে রাখে তারা। মোট 18,653 টি Swift গাড়ি বিক্রি হয়।

Advertisements

2)Maruti Suzuki Baleno: আগস্ট মাসে লাখখানেক গাড়ি বিক্রি হয়েছে বাজারে, দেশের শীর্ষ 10 গাড়ি এগুলোইSwift এর থেকে খুব বেশি পিছিয়ে নেই Baleno। মোট 18,516 টি Baleno গাড়ি বিক্রি করেছে তারা।

3)Maruti Suzuki WagonR: আগস্ট মাসে লাখখানেক গাড়ি বিক্রি হয়েছে বাজারে, দেশের শীর্ষ 10 গাড়ি এগুলোইMaruti Suzuki WagonR গাড়িটি 15,578 ইউনিট বিক্রি হয়েছে।

4)Maruti Suzuki Brezza: আগস্ট মাসে লাখখানেক গাড়ি বিক্রি হয়েছে বাজারে, দেশের শীর্ষ 10 গাড়ি এগুলোইআগস্ট মাসে মোট 14, 572টি Brezza বিক্রি হয়েছে।

5)Tata Punch: আগস্ট মাসে লাখখানেক গাড়ি বিক্রি হয়েছে বাজারে, দেশের শীর্ষ 10 গাড়ি এগুলোইMaruti Suzuki বাদে তালিকায় প্রথম গাড়ি রয়েছে Punch। মোট 14,523 ইউনিট Punch ভারতের বাজারে বিক্রি হয়েছে।

6)Hyundai Creta: আগস্ট মাসে লাখখানেক গাড়ি বিক্রি হয়েছে বাজারে, দেশের শীর্ষ 10 গাড়ি এগুলোইHyundai এর বিক্রির সংখ্যাও কম নয়। ষষ্ঠ নাম্বারে থাকা Creta বিক্রি হয়েছে 13,844টি।

7)Maruti Suzuki Dzire: আগস্ট মাসে লাখখানেক গাড়ি বিক্রি হয়েছে বাজারে, দেশের শীর্ষ 10 গাড়ি এগুলোইমারুতি সুজুকি ডিজায়ার গাড়িটি বিক্রি হয়েছে 13,293 ইউনিট।

8) Maruti Suzuki Ertiga: আগস্ট মাসে লাখখানেক গাড়ি বিক্রি হয়েছে বাজারে, দেশের শীর্ষ 10 গাড়ি এগুলোইঅষ্টম স্থানে মারুতি সুজুকির MPV Ertiga এর মোট 12,315 ইউনিট বিক্রি করেছে তারা।

9) Maruti Suzuki Fronx: আগস্ট মাসে লাখখানেক গাড়ি বিক্রি হয়েছে বাজারে, দেশের শীর্ষ 10 গাড়ি এগুলোইসদ্যই বাজারে এসেছে Fronx। আসার পর থেকেই ধুম পড়ে গিয়েছে। আগস্ট মাসে মোট 12,164 ইউনিট ফ্রংক্স বিক্রি হয়েছে।

10) Maruti Suzuki Eeco: আগস্ট মাসে লাখখানেক গাড়ি বিক্রি হয়েছে বাজারে, দেশের শীর্ষ 10 গাড়ি এগুলোইদশম স্থানেও রয়েছে মারুতি সুজুকিরই আরেকটি গাড়ি Eeco। আগস্ট মাসেও মোট 11,589টি Eeco বিক্রি করেছে।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.