Read In
Whatsapp

70 হাজার টাকা থাকলে বাড়িতে নিয়ে আসুন Alto K10-র থেকে বড় গাড়ি, মাইলেজ পাবেন ঝাক্কাস

বেশী নয়, মাত্র 70 হাজার টাকাতেই Maruti Suzuki এর নতুন গাড়ি হবে আপনার! Alto এর বাজেটে সেটির থেকে ভালো ফিচারস রয়েছে এই গাড়িতে

Advertisements

হ্যাচব্যাক ক্যাটেগরিতে দেশে সবচেয়ে বেশি গাড়ি বিক্রী করে Maruti। আর তাদের Alto অথবা Swift এর মতই Celerio গাড়িটিও বেশ জনপ্রিয়। আকর্ষণীয় চেহারা এবং লুকের কারণে গাড়িটি সবারই বেশ পছন্দের। বাজেট সেগমেন্টের এই গাড়িতে একাধিক আকর্ষণীয় ফিচার রয়েছে। বাজারে গাড়িটির চাহিদাও যথেষ্ট। সম্প্রতি Celerio এর নতুন ভার্সন নিয়ে হাজির হয়েছে মারুতি সুজুকি। 70 হাজার টাকা থাকলে বাড়িতে নিয়ে আসুন Alto K10-র থেকে বড় গাড়ি, মাইলেজ পাবেন ঝাক্কাস

ইঞ্জিন: ডিজাইন থেকে শক্তি, সবই মজুদ রয়েছে এই গাড়িতে। হ্যাচব্যাক শ্রেণীতে Swift এর পরেই সর্বাধিক বিক্রীত গাড়ি Maruti Celerio। এখানে 998 সিসির ইঞ্জিন রয়েছে। সেটি 5500 rpm এ 65.71 bhp শক্তি এবং 3500 rpm এ 89 Nm-এর সর্বোচ্চ টর্ক তৈরি করতে সক্ষম।
70 হাজার টাকা থাকলে বাড়িতে নিয়ে আসুন Alto K10-র থেকে বড় গাড়ি, মাইলেজ পাবেন ঝাক্কাস

Advertisements

মাইলেজ এবং ব্রেকিং : Celerio গাড়িটি মোট 5 গতির ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে আসে। প্রতি লিটারে মোট মাইলেজ পাবেন 25.24 কিমির। দুর্দান্ত মাইলেজের কারণে ভারতীয় পরিবারের কাছে গাড়িটি আদর্শ ফ্যামিলি কার হয়ে ওঠে। এখানে আধুনিক সমস্ত ফিচারস যেমন, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ডুয়াল এয়ারব্যাগ ইত্যাদি সমস্ত ফিচারসই সেখানে দেখতে পাওয়া যায়।70 হাজার টাকা থাকলে বাড়িতে নিয়ে আসুন Alto K10-র থেকে বড় গাড়ি, মাইলেজ পাবেন ঝাক্কাস

দাম : Celerio এর বেস ভেরিয়েন্টের এক্স শোরুম দাম শুরু হচ্ছে 5.36 লক্ষ টাকা থেকে। টপ ভেরিয়েন্টের দাম পড়বে 6.75 লক্ষ টাকা।
70 হাজার টাকা থাকলে বাড়িতে নিয়ে আসুন Alto K10-র থেকে বড় গাড়ি, মাইলেজ পাবেন ঝাক্কাস

ফাইন্যান্স প্ল্যান : এই গাড়িটি কিনতে চাইলে আপনার অন রোড দাম পড়বে প্রায় 5.90 লক্ষ টাকা মত। কিন্তু একবারে পুরো টাকাটা দিতে না পারলে ফাইন্যান্সের মাধ্যমে সহজেই গাড়িটি আপনার হতে পারে। ফাইন্যান্সের জন্য প্রথমেই 70 হাজার টাকা ডাউনপেমেন্ট করতে হবে। 5 বছরের জন্য বাকি টাকা 9.7% বার্ষিক সুদের সাথে ঋণ নিলে মাসিক EMI খরচ পড়বে 9,508 টাকা।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.