Read In
Whatsapp

Hero Xoom Vs Honda Dio, দুই স্কুটারের মধ্যে কোনটি সেরা? পার্থক্য দেখলেই বুঝে যাবেন সমস্তটা

বাজারে জোর টক্কর দুই স্কুটারের মধ্যে কিন্তু আপনি নেবেন কোনটা দেখে নিন।

Advertisements

নিত্য সামান্য কাছেপিঠে কোথাও যেতে জুড়ি নেই স্কুটারের। এছাড়া বাইক যারা চালাতে পারেননা তাদের জন্যও বড় রেহাই দেয় স্কুটার। কিন্তু নেবেন কোনটা? ভারতের বাজারে একগুচ্ছ কোম্পানির একগুচ্ছ স্কুটার রয়েছে। আগেও নানান স্কুটারের মধ্যে তুলনা দেখিয়েছি আপনাদের, আর আজ জানাবো Honda Dio এবং Hero Xoom এরমধ্যে কোনটা উপযুক্ত আপনার জন্য! দেখে নিন দুই স্কুটারের মধ্যেকার তুলনা।Hero Xoom Vs Honda Dio, দুই স্কুটারের মধ্যে কোনটি সেরা? পার্থক্য দেখলেই বুঝে যাবেন সমস্তটা

টু হুইলার সেগমেন্টে Hero Xoom এবং Honda Dio, এই দুই গাড়িই দারুণ জনপ্রিয়। দুটিই ভালো স্কুটার হওয়ার পাশপাশি গ্রাহকদের জন্য তা খুবই Confusing, কাকে ছেড়ে কাকে নেবেন! এজন্য দেখে নিন দুই স্কুটারের মধ্যেকার তুলনা।

Advertisements

ইঞ্জিন : Hero Zoom এ আপনি 110.9 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন পাবেন। সেটি মোট 8.161 PS শক্তি এবং 8.70 Nm পিক টর্ক জেনারেট করে। Honda Dio 109.51 সিসিতে ওয়ান সিলিন্ডার ইঞ্জিন রয়েছে যা 7.85 PS শক্তি এবং 9.3 Nm পিক টর্ক জেনারেট করে। অর্থাৎ বোঝাই যাচ্ছে পারফরম্যান্সের দিক দিয়ে Hero Xoom বেশ কিছুটা এগিয়ে।Hero Xoom Vs Honda Dio, দুই স্কুটারের মধ্যে কোনটি সেরা? পার্থক্য দেখলেই বুঝে যাবেন সমস্তটা

মাইলেজ : মাইলেজের দিকে আবার Dio এগিয়ে। যেখানে Hero Xoom মাত্র 45kmpl এর মাইলেজ দেয় সেখানে Honda Dio তে 55kmpl এর দুর্দান্ত মাইলেজ দেখতে পাবেন আপনি।

Hero Xoom Vs Honda Dio, দুই স্কুটারের মধ্যে কোনটি সেরা? পার্থক্য দেখলেই বুঝে যাবেন সমস্তটা

দাম : Hero Zoom এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে 69,684 টাকা থেকে এবং টপ স্পেক মডেলের এক্স শোরুম দাম 78,517 টাকা। Honda Dio-এর এক্স শোরুম দাম রয়েছে 70,211 টাকা থেকে 77,712 টাকা পর্যন্ত। অর্থাৎ দামে সেরকম কোনো পার্থক্য নেই।

বলাই বাহুল্য যে, যেহেতু দামে সেরকম পার্থক্য নেই তাই আপনার যদি মাইলেজ বেশি গুরুত্বপূর্ণ হয় তাহলে Dio সঠিক হবে। Performance চাইলে Honda এগিয়ে।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.