Read In
Whatsapp

4 ঘন্টা চার্জ দিলেই ছুটবে 120 কিমি! মাত্র 40 হাজার দিয়ে বাড়ি নিয়ে আসুন তুখোড় এই ই-বাইক

সস্তায় বৈদ্যুতিক বাইক কিনে নিন এই উপায়ে, পাবেন দুর্দান্ত পারফরম্যান্স এবং জম্পেশ মাইলেজ

Advertisements

মানুষ আসতে আস্তে পেট্রোল চালিত গাড়ি ছেড়ে ঝুঁকছে ইলেকট্রিক গাড়ির দিকে। বৈদ্যুতিক গাড়ি গুলোই মানুষের প্রথম পছন্দ হয়ে উঠেছে। গাড়ি ছাড়া আজকাল অহরহ বৈদ্যুতিক স্কুটার, বাইক ইত্যাদির ঢল নেমেছে রাস্তায়। এছাড়া কেন্দ্র সরকারের বদান্যতায় বৈদ্যুতিক গাড়ির ট্যাক্স অত্যন্ত কম। যদিও সম্প্রতি সেখানে বদল এসেছে, কিন্তু এখনো বৈদ্যুতিক গাড়ির ওপর সরকারের ট্যাক্স অনেকখানি কম বলা চলে। 4 ঘন্টা চার্জ দিলেই ছুটবে 120 কিমি! মাত্র 40 হাজার দিয়ে বাড়ি নিয়ে আসুন তুখোড় এই ই-বাইক

ভারতীয় বাজারে অনেক অপশন থাকলেও আজ যে ব্র্যান্ডের ব্যাপারে বলবো সেখানে আপনি একেবারে ভ্যালু ফর মানি প্রোডাক্ট পেয়ে যাবেন। ব্র্যান্ডের নাম EVTRIC Motors। সদ্যই তারা বাজারে লঞ্চ করেছে তাদের নতুন ইলেকট্রিক বাইক EVTRIC Rise। সংস্থার দাবি যে, এই নতুন ই-বাইকটি একবার চার্জেই প্রায় ১২০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম।

Advertisements

কি কি বৈশিষ্ট্য রয়েছে বৈদ্যুতিক বাইকটির?

১) এখানে রয়েছে রানিং লাইট, যা চালানোর সময় আপনাকে সাহায্য করবে।
২) সামনে আছে বেশ শক্তিশালী LED হেডল্যাম্প।
৩) ২০০০ ওয়াট এর BLDC মোটর এর সাহায্যে খুব উচ্চগতিতে ছুটবে এই গাড়ি।
৪) ইঞ্জিনের সাথে সংযুক্ত রয়েছে একটি 70V/40Ah এর ব্যাটারি।
৫) একবার চার্জ দিলেই 120 কিমি ছুটবে অনায়াসে। ফুল চার্জ হতে সময় লাগবে মাত্র 4 ঘন্টা।
৬)সর্বোচ্চ ৭০ কিমি প্রতি ঘন্টা স্পিডে ছুটতে পারে এই বাইকটি।
৭) 3.0 KWH লিথিয়াম-আয়ন ডিটাচেবল ব্যাটারি দেখতে পাবেন এখানে।

কত দাম এই বাইকের?

4 ঘন্টা চার্জ দিলেই ছুটবে 120 কিমি! মাত্র 40 হাজার দিয়ে বাড়ি নিয়ে আসুন তুখোড় এই ই-বাইকবাইকটির দাম শুরু হচ্ছে ১,৪০,০০০ টাকা থেকে। কিন্তু আপনি ৪০,০০০ টাকার ডাউন পেমেন্ট করেই নিয়ে যেতে পারেন সেটিকে। তাহলে আর দেরী কিসের, আজই নিয়ে আসুন এই ইলেক্ট্রিক বাইক।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.