TRENDS
Advertisement

১০০ কিমি মাইলেজ দেওয়া এই গাড়িটি কিনতে পারেন মাত্র ৫০ হাজারের বাজেটে, দেখে নিন কী কী ফিচারস রয়েছে

অন্যান্য বৈদ্যুতিক স্কুটারের হাফ দামে মিলছে গাড়িটি, ফিচারস এবং দাম শুনলে আঁতকে উঠবেন আপনি

Published By: Ritwik | Published On:

জ্বালানি তেলের দাম বাড়ার ফলে বৈদ্যুতিক গাড়িগুলোর চাহিদা বেড়েছে ভারতের বাজারে। জ্বালানি তেলের গাড়িগুলোর বাজার পড়তে শুরু করলেও ধীরে ধীরে আরো বড় হচ্ছে বৈদ্যুতিক গাড়ির মার্কেট। আর বাজারে বদল আসায় কারণে প্রতিষ্ঠিত সংস্থার পাশপাশি একাধিক স্টার্টআপ কোম্পানিও তাদের গাড়ি নিয়ে এসেছে বাজারে।
১০০ কিমি মাইলেজ দেওয়া এই গাড়িটি কিনতে পারেন মাত্র ৫০ হাজারের বাজেটে, দেখে নিন কী কী ফিচারস রয়েছে

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

আজ আমরা আপনাদের এমন এক ইলেকট্রিক স্কুটারের সম্পর্কে জানাতে চলেছি যা ভারতের বাজারে বেশ হইচই ফেলে দিয়েছে। একবার ফুল চার্জ থাকলেই সেটি 100 কিমির মাইলেজ দেয়। অর্থাৎ বাড়ি থেকে বেরোনোর পর আর মাইলেজ নিয়ে চিন্তা করতে হবেনা।১০০ কিমি মাইলেজ দেওয়া এই গাড়িটি কিনতে পারেন মাত্র ৫০ হাজারের বাজেটে, দেখে নিন কী কী ফিচারস রয়েছে

বাজারে উপস্থিত অন্যান্য বৈদ্যুতিক স্কুটারের থেকে একদম আলাদা। মাত্র 3 মাস আগেই সেটি বাজারে এসেছে। গাড়িটির এক্স শোরুম দাম রয়েছে 51,741 টাকা। আর এই দামের কারণে গাড়িটি দেশের সবচেয়ে সস্তা ইলেকট্রিক স্কুটারগুলির মধ্যে উল্লেখযোগ্য। ১০০ কিমি মাইলেজ দেওয়া এই গাড়িটি কিনতে পারেন মাত্র ৫০ হাজারের বাজেটে, দেখে নিন কী কী ফিচারস রয়েছে

১০০ কিমি মাইলেজ দেওয়া এই গাড়িটি কিনতে পারেন মাত্র ৫০ হাজারের বাজেটে, দেখে নিন কী কী ফিচারস রয়েছেরাফতার গ্যালাক্সি ইলেক্ট্রিক স্কুটারে 64V/30Ah ক্যাপেসিটির একটি লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক রয়েছে। যা একবার সম্পূর্ন চার্জ হতে 4 ঘণ্টা সময় নেয়। গাড়িতে ডিজিটাল ওডোমিটার, ব্যাটারি ইন্ডিকেটর, ইউএসবি পোর্ট, ওয়েদার আপডেটের মত দুর্দান্ত সুবিধা রয়েছে।

About Author