Read In
Whatsapp

শুভমন গিলের বাইক হতে পারে আপনারও, বিনামুল্যে জিততে করতে হবে এই সামান্য কাজ

একদম বিনামূল্যেই জিততে পারেন, কিন্তু কিভাবে তাই দেখে নিন

Advertisements

ICC ক্রিকেট ওয়ার্ল্ডকাপ 2023 এ ব্যপক দাপট দেখিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। নিউজিল্যান্ডকে একরকম পর্যদুস্ত করে ফাইনালে ওঠেছে ভারতীয় দল। ফিল্ডিং নিয়ে কিছু অভিযোগ থাকলেও ব্যাটিং অথবা বোলিং সমস্ত ক্ষেত্রেই দাপট দেখিয়েছে ভারতীয় ক্রিকেট দল। বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার সহ রাহুলের সাথে দুর্দান্ত ফর্মে রয়েছেন শুভমন গিলও। শুভমন গিলের বাইক হতে পারে আপনারও, বিনামুল্যে জিততে করতে হবে এই সামান্য কাজ

প্রতিটি ম্যাচেই দারুণ ফর্ম দেখিয়েছেন তারকা ব্যাটসম্যান শুভমন গিল। আর তাইতো TVS তাদের লেটেস্ট Ronin বাইকটির মার্কেটিংয়ের জন্য বেছে নিয়েছে শুভমনকে। এবার থেকে Gill কে দেখা যাবে TVS Ronin এর প্রচার করতে। শুধু তাই নয়, বিশ্বকাপ উপলক্ষ্যে একটি বিশেষ অফারও নিয়ে এসেছে TVS।

Advertisements

 

View this post on Instagram

 

A post shared by Ꮪhubman Gill (@shubmangill)

কি অফার নিয়ে এসেছে TVS?
TVS বাইকটির ডিলারশিপে Ronin এর টেস্ট রাইড নেওয়ার সাথে সাথে ক্রিকেট কুইজে অংশগ্রহণকারী গ্রাহকরা একটি ভিন্ন অভিজ্ঞতা পাবেন। সেখানে লোকেরা TVS Motor কোম্পানিকে ট্যাগ করে Ronin এর সম্পর্কে অভিজ্ঞতা অনলাইনে শেয়ার করতে পারেন। আর লাকি বিজেতাদের থাকছে নতুন টিভিএস রনিনের বিশ্বকাপ সংস্করণ জেতার সুযোগ। শুভমন গিলের বাইক হতে পারে আপনারও, বিনামুল্যে জিততে করতে হবে এই সামান্য কাজ

চোখ বুলিয়ে নিন Ronin বাইকটি কেমন সেদিকেও
বাইকে রয়েছে 225.9cc সিঙ্গেল-সিলিন্ডার, অয়েল-কুলড ইঞ্জিন। Ronin এর ইঞ্জিন 7,750rpm-এ সর্বাধিক 20.2 bhp শক্তি এবং 3,750rpm-এ 19.93 Nm পিক টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনটি 5 গতির গিয়ারবক্সের সাথে যুক্ত। Ronin বাইকে একটি ফুল-এলইডি লাইটিং সেটআপ, TVS SmartXonnect ব্লুটুথ মডিউল সহ একটি অফ-সেট এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, দুটি ABS মোড (রেইন এবং রোড), একটি স্লিপার ক্লাচ এবং গ্লাইড থ্রু টেকনোলজি নিয়ে গর্বিত। আর এত ফিচারস সহ Ronin এর এক্স শোরুম দাম পড়বে 1.49 লক্ষ টাকা।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.