Read In
Whatsapp

মারুতি ভিটারা নয়, একই বাজেটে নিয়ে যান জার্মান ইঞ্জিনিয়ারিংয়ের তৈরি এই গাড়ি

যারা গাড়ি নিয়ে বিশেষ শৌখিন তারা Volkswagen Taigun এবং Maruti Suzuki Grand Vitara_এই দুটো গাড়ির কথা তো সকলেই জানেন। গাড়ির বাজারে এই দুটি নামই একেবারে উপরের দিকেই থাকে। তবুও গাড়ি…

Advertisements

যারা গাড়ি নিয়ে বিশেষ শৌখিন তারা Volkswagen Taigun এবং Maruti Suzuki Grand Vitara_এই দুটো গাড়ির কথা তো সকলেই জানেন। গাড়ির বাজারে এই দুটি নামই একেবারে উপরের দিকেই থাকে। তবুও গাড়ি কেনার সময় অনেকেই একটু মাথা চুলকে থাকেন যে, এই দুটো গাড়ির মধ্যে সেরা কোনটি? সেই সমস্যার সমাধান করতে আমরা এনেছি দুটি গাড়িরই চুল চেরা বিশ্লেষণ। মারুতি ভিটারা নয়, একই বাজেটে নিয়ে যান জার্মান ইঞ্জিনিয়ারিংয়ের তৈরি এই গাড়ি

Volkswagen Taigun : দামের কথা বললে, এই গাড়ির বাজার দর শুরু হয় 11.62 লক্ষ টাকা থেকে। এতে আপনি পেয়ে যাবেন 999 cc ক্ষমতাসম্পন্ন ইঞ্জিন যা 114 bhp টর্ক জেনারেট করতে সক্ষম। এছাড়াও এতে পেয়ে যাবেন ম্যানুয়াল ট্রান্সমিশন। পেট্রোল চালিত এই গাড়িটি প্রায় 19.87 kmpl মাইলেজ দেয়। এছাড়াও এতে রয়েছে 6 গিয়ারস ম্যানুয়াল ট্রান্সমিশন, 17-ইঞ্চি অ্যালয় হুইলস, 5 স্টার গ্লোবাল NCAP রেটিং, 2 এয়ারব্যাগ, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কার প্লে। মারুতি ভিটারা নয়, একই বাজেটে নিয়ে যান জার্মান ইঞ্জিনিয়ারিংয়ের তৈরি এই গাড়ি

Advertisements

Maruti Suzuki Grand Vitara : জনপ্রিয় এই গাড়িটির বাজার দর শুরু হয় 10.70 লক্ষ টাকা থেকে। ইঞ্জিনের কথা বললে এতে রয়েছে 1462 cc ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন, যা 102 bhp শক্তি উৎপন্ন করে। এতে পেয়ে যাবেন ম্যানুয়াল ট্রান্সমিশন। মারুতির এই বাইকটির মাইলেজের কথা বললে 18.5 kmpl মাইলেজ দেয় এটি। সাথে পাবেন 5 গিয়ার ম্যানুয়াল ট্রান্সমিশন ও 17-ইঞ্চি অ্যালয় হুইলস। সুরক্ষার জন্য রয়েছে দুটি এয়ারব্যাগ। এছাড়াও এতে পাবেন অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কার প্লে (ওয়্যারলেস)।

মারুতি ভিটারা নয়, একই বাজেটে নিয়ে যান জার্মান ইঞ্জিনিয়ারিংয়ের তৈরি এই গাড়ি

তাইগুন বনাম গ্র্যান্ড ভিটারা : তাইগুনের ইঞ্জিন একটু বেশি শক্তিশালী এবং ভালো মাইলেজ দেয়। অন্যদিকে গ্র্যান্ড ভিটারা শক্তিশালী ইঞ্জিনের পাশাপাশি একটি হালকা হাইব্রিড সিস্টেমের বিকল্প দেয়। তাইগুনের দাম গ্র্যান্ড ভিতারার চেয়ে কিছুটা বেশি।

মারুতি ভিটারা নয়, একই বাজেটে নিয়ে যান জার্মান ইঞ্জিনিয়ারিংয়ের তৈরি এই গাড়ি

উভয় গাড়িতেই রয়েছে আধুনিকতার ছোঁয়া। রয়েছে অ্যালয় হুইল থেকে শুরু করে টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং এয়ারব্যাগ এবং ABS এর মতো নিরাপত্তা বৈশিষ্ট্য।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.